‘আমার সত্যি ভয় লাগছে!’ কী নিয়ে আচমকা আতঙ্কিত উষসী?
আজকাল অনেকেই ফেসবুক বা ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউবের হাত ধরে নিজেদের গুণকে, শিল্পকে সবার সামনে সহজে তুলে ধরতে পারেন। এর এই মাধ্যমের বোধহয় এটাই সব থেকে বড় দিক, কারণ এটার সাহায্যেই নানা প্রখ্যাত, অখ্যাত শিল্পীর কথা জানা যায় তাঁরা প্রচারের আলোয় উঠে আসেন। অনেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রামে নানা গান, সংলাপে রিলস বানিয়ে পোস্ট করেন। সেগুলো শেয়ার হয় প্রচুর। তাঁদের ফ্যান ফলোয়িং থাকে অনেক বেশি। এবং সময়ের সঙ্গে সঙ্গে আজকাল দেখা যাচ্ছে তাঁদের অনেকেই রিয়েলিটি শো থেকে সিনেমা সিরিয়ালে কাজ পাচ্ছেন। অনেকে সময়, কোনও অভিনেতাও কাজ পাচ্ছেন এই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং এবং অভিনয় দেখে। এবার সেই গোটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতেই সরব হলেন উষসী চক্রবর্তী।
উষসী তাঁর ফেসবুক প্রোফাইলে গোটা বিষয়টা নিয়ে লেখেন, ‘বড়বড় অভিনেতার এই নিয়ে আগেই বলেছেন- আমি ছোটোখাটো। তবু বলতে বাধ্য হচ্ছি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা, রিল তৈরির দক্ষতা বা ফলোয়ারের সংখ্যার সঙ্গে অভিনয় দক্ষতার যে কোনও সম্পর্ক নেই তা নির্মাতা পরিচালক বা কাস্টিং ডিরেক্টররা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল- দর্শকরাও ভালো অভিনয় দেখার সুযোগ পাবেন ।’
তিনি এই প্রসঙ্গে আরও লেখেন, ‘প্লিজ আমি এরকমটা একদমই বলতে চাইছি না যে যারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তারা সবাই খুব বাজে অভিনেতা । ব্যাপারটা তা নয় । সমাজ মাধ্যমে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের মধ্যে অনেকেই আছেন যাঁরা দুর্দান্ত অভিনেতা। কিন্তু কেবল মাত্র একজন অভিনেতার সমাজ মাধ্যমে ফলোয়ার দেখে কাস্টিংয়ের প্রবণতটা বন্ধ হওয়া দরকার। দুটো আলাদা মাধ্যম। একটায় ভালো মানেই অন্যটায় ভালো হবে ব্যাপারটা এরকম নয়। অভিনয়ের ট্রেনিং সম্পূর্ণ আলাদা তার প্রতিফলনও আলাদা তার ডিসিপ্লিন মেধা ডেডিকেশান এর সাথে রিল বানানোর দক্ষতার কোনও সম্পর্ক যে নেই তা বহুবার বহুভাবে বোঝা গেছে কিন্তু তাও এই প্রবণতা থামছে না।’
তাঁর মতে, ‘এ খুবই বিপজ্জনক ব্যাপার। এর ফলে অভিনেতারা অভিনয় শেখার চাইতে বেশি মন দিচ্ছেন ফলোয়ার বানানো আর রিল বানানোয় | আর যাঁরা এতে বিশ্বাসী না হয়ে কেবল মন দিয়ে অভিনয় শিখছেন তারা হয়ে যাচ্ছেন ব্রাত্য। এতে কার লাভ হচ্ছে? দর্শকেরও মন ভরেছে না । এরকম হতে থাকলে একদিন কি এরকম আসবে যে লোকে অভিনয় আর দেখবেই না খালি রিলস আর ইনস্টাগ্রাম দেখবে ? আমার সত্যিই ভয় লাগছে |’
অনেকেই, এমনকি বহু অভিনেতারাও তাঁর এই পোস্টে সম্মতি জানিয়েছেন। এই পোস্ট শেয়ার হয়েছে বহু। অধিকাংশ ব্যক্তি তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘আপনার ভীষণ বুদ্ধি এবং সুমস্তিষ্ক। আপনি বাকি সবার তুলনায় আলাদা। আপনি আদতেই বিউটি উইথ ব্রেন। তাই যেমন আছেন অমনটাই থাকবেন। অনেক ভালোবাসা।’ আরেক নেটিজেন লেখেন, ‘হায় পৃথিবী! হায় বাংলা! রিল দেখে সিনেমা থিয়েটারে চান্স হচ্ছে!’ অন্য এক নেট নাগরিক লেখেন, ‘আপনাকে খুব মিস করি। এবার কামব্যাক করতে করেন তো।’
For all the latest entertainment News Click Here