আমার সঙ্গে শ্যুটিং করলেও শাহরুখের মন পড়ে ছিল গৌরীর কাছে: সুচিত্রা
সালটা ১৯৯৪, সেবছর মুক্তি পেয়েছিল শাহরুখের ‘কাভি হাঁ কাভি না’। বিপরীতে ছিলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি। ছবিটি ছিল রোম্যান্টিক কমেডি। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সুচিত্রা। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে ‘কাভি হান কাভি না’ ছবিটি নিয়ে মুখ খুলেছেন সুচিত্রা। বলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করলেও আমার মনে হয় না, ওঁর সঙ্গে খুব বেশি কথা বলেছি। গৌরীর সঙ্গেই বেশি কথা হত। শ্যুটিংয়ের সময় আমার একটা কথাই মনে হয়েছে, যে ছবি শ্য়ুটিং চলাকালীন শহরুখ আমার দিকে দেখলেও মনে মনে গৌরীকেই কল্পনা করতেন। ওর মন ডুবেছিল গৌরীতেই। আর তাই হয়ত ওঁর ওই অভিব্যক্তিগুলি এত সরল, এতটা বাস্তব মনে হয়েছে। আর একথা আমি সবসময়ই বলি। কারণ সেসময় শাহরুখ-গৌরীর সবেমাত্র বিয়ে হয়েছিল। তাই ওঁরা সেই নতুন দম্পত্যের ঘোর থেকে বের হয়ে উঠতে পারেনি।’
আরও পড়ুন-সলমনের সঙ্গে তাঁরই ঘরে প্রচুর মদ্যপান, পরদিন সকালে ঘুম ভাঙতেই আমির দেখলেন…
আরও পড়ুন-প্রি-ম্যাচিওর সন্তান, জন্মের পর থেকে NICU-তে, এখন কেমন আছে দীপিকা-শোয়েবের সদ্যোজাত?
আর ও পডুন-‘আমি ছেলের সঙ্গে থাকি না, মেয়ের সঙ্গেও না’, কিন্তু কেন? নিজেই জানালেন নীতু
প্রসঙ্গত শাহরুখের বিপরীতে সুচিত্রার ‘কাভি হাঁ কাভি না’ সুচিত্রা কৃষ্ণমূর্তির ডেবিউ ছবি। পরবর্তী সময়ে সুচিত্রা ‘জাসবাত’, ‘বাদে ইরাদে’, ‘বিশ্ব’, ‘মাই ওয়াইফস মার্ডার’, ‘রণ, মিত্তাল বনাম মিত্তাল’, ‘রোমিও আকবর ওয়াল্টার’ এবং ‘অড কাপল’-এর মতো অনেক ছবিতে অভিনয় করেছেন। তবে শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও কাজ করেছেন সুচিত্রা। ‘কশ-ম-কশ’, ‘চুনৌতি’, ‘নেভার কিস ইয়োর বেস্ট ফ্রেন্ড’ এবং ‘গিল্টি মাইন্ডস’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।
এদিকে শাহরুখ এখন সুপারস্টার। তবে দীর্ঘ ৪ বছর বিরতি নেওয়ার পর ‘পাঠান’-এর হাত ধরে পর্দায় ফিরেছেন কিং খান। খুব শীঘ্রই অ্যাটলির ‘জওয়ান’-এ দেখা যাবে বাদশাকে।
For all the latest entertainment News Click Here