‘আমার শার্টটা রক্তে ভেসে যাচ্ছে…’, দুর্ঘটনার কবলে শাহিদ মালিয়ার বাবা, কী ঘটেছিল?
বলিউড মিউজিকের দুনিয়ার অতি পরিচিত নাম শাহিদ মালিয়া। ‘উড়তা পাঞ্জাব’ ছবির ‘ইক কুড়ি’ গানের সুবাদে নিজের পরিচিতি গড়ে তুলেছেন গায়ক। গত কয়েকদিন এক বিভীষিকার মধ্যে দিয়ে গিয়েছেন শাহিদ। সম্প্রতি গায়ক ফাঁস করলেন সপ্তাহখানেক আগে তাঁর বাবা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ডের সম্মুখীন হন। ১৪ মার্চের রাতে ঘটা সেই দুর্ঘটনার কথা ভেবে এখনও শিউরে উঠছেন গায়ক।
শাহিদ মালিয়া জানান, তাঁর বাবা কৃষ্ণা কুমার মালিয়া এক সপ্তাহ ধরে টানা আইসিইউ-তে ছিলেন। গায়কের কথায়, ‘হঠাৎ করেই বাবা ব্যালেন্স হারিয়ে পড়ে যান, আর উঠতে পারেননি। এরপর দেখলাম চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে। দেখলাম আমার শার্টটা বাবার রক্তে ভরে গিয়েছে। ওঁনার মাথায় চোট লেগেছিল, প্রায় ১৬টা সেলাই পড়েছে। সঙ্গে মেরুদণ্ডে চিড়। ওঁনার ওই পরিস্থিতি দেখে সকলে ঘাবড়ে গিয়েছিল’।
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন কৃষ্ণা মালিয়া। এক সপ্তাহ আইসিইউতে থাকার পর জ্ঞান ফেরে তাঁর। সুস্থ হলেও এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি গায়কের বাবা, এখন তাঁকে রাখা হয়েছে জেনারেল ওয়ার্ডে।
বাবাই তাঁর সঙ্গীতের শিক্ষাগুরু। দীর্ঘদিন ধরে মহম্মদ রফির শাগরেদ ছিলেন শাহিদের বাবা। গুরু মহম্মদ রফির কাছে গান শিখলেও সঙ্গীত কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারেননি কৃষ্ণা মালিয়া। সেইসময়ও দুর্ঘটনার কবলে পড়েই সঙ্গীত কেরিয়ারকে বিসর্জন দিতে হয়েছিল শাহিদের বাবাকে।
বাবার স্বপ্নপূরণ করেছেন শাহিদ। ছেলের সাফল্যের দিনগুলো মনখুলে উপভোগ করুক বাবা, এটাই একমাত্র প্রার্থনা ‘রব্বা মেয় তো মর গায়া রে’ খ্যাত গায়ক।
For all the latest entertainment News Click Here