‘আমার যোগ্যতা নেই..’, সেরা অভিনেতার পুরস্কার নিয়ে চঞ্চল চৌধুরীর পা ছুঁলেন আদৃত!
সদ্যই শেষ হয়েছে ‘মিঠাই’-এর সফর। এখনও টিভির পর্দায় নিয়মিত ধরা দিচ্ছেন সিদ্ধার্থ মোদক। সম্প্রচারের বাকি আর একটা সপ্তাহ। মন ভার মিঠাই ভক্তদের। এর মাঝেই রবিবাসরীয় সন্ধ্যায় হাসি ফুটল সিদ্ধার্থ মোদকের ভক্তদের মুখে। এদিন ২০তম টেলি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা টেলিভিশন অভিনেতার পুরস্কারে সম্মানিত হলেন আদৃত।
নজরুল মঞ্চে বসেছিল এই অ্যাওয়ার্ড সেরেমানির আসর। হলুদ পাঞ্জাবিতে ঝলমলে উচ্ছেবাবু। ‘মিঠাই’ সিরিয়ালের জন্য আরও এক সম্মান আদৃতের ঝুলিতে। পুরস্কার হাতে তিনি বললেন, ‘চঞ্চল স্যারের আর্শীবাদ পেয়ে গেছি আর কী চাই! আমি ভাবতে পারিনি চঞ্চল স্যারের সঙ্গে একই ভেনুতে আমি থাকব। অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলব তোমরা সিদ্ধার্থ মোদককে এত ভালোবাসা দিয়েছো, আগামিদিনেও যেন এইভাবেই ভালো কাজ করতে পারি, যাতে তোমরা আমাকে ভালোবাসো। জয় গোপল’। এরপর ‘বলে দে বলে দে’ গান গেয়ে শোনালেন আদৃত।
এদিন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর পা ছুঁয়ে আর্শীবাদ নিতে দেখা গেল আদৃতকে। মিঠাই অভিনেতার কথায়, ‘ওঁনার ৫% যদি আমারা ডেলিভার করতে পারি তাহলে অভিনেতা হিসাবে জীবন স্বার্থক’। একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রশ্ন করতেই হাসিমুখে আদৃতের জবাব, ‘এখনও সেই যোগ্যতা হয়নি আমার’।
মিঠাই শেষের পর ভবিষ্যত পরিকল্পনা কী আদৃতের? অভিনেতা জানালেন হাতে বেশ কিছু স্ক্রিপ্ট রয়েছে। যদি পছন্দ হয়, যদি মনে হয় দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবেন তাহলে কাজ শুরু করবেন। পুরস্কার পেয়ে অনুভূতি? হাসিমুখে উত্তর- ‘আমার কোনও কিছুই ভাবনায় থাকে না। তবে সম্মান পেয়ে ভালো লাগছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পাওয়া দর্শকদের ভালোবাসা। সবাই এসে যখন সেলফি তুলতে চায়, ওটা বড় প্রাপ্তি। তবে এই পুরস্কার জুরি ঠিক করেছে, নিঃসন্দেহে ভালো লাগছে’।
For all the latest entertainment News Click Here