‘আমার মনে হয়…’, অবশেষে IPL-এ কোহলির সঙ্গে বচসা নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইলানে ভারত হারতেই বহু প্রাক্তনের গলায় আইপিএল-বিরোধী সুর শোনা গিয়েছে। রোহিত-বিরাটদের মতো তারকাদের তুলোধোনা করেছেন অনেকেই। এর মধ্যে গৌতম গম্ভীরও অন্যতম। আর এই সবের মাঝেই ঘুরে ফিরে ফের একবার আইপিএল-এ তাঁর এবং বিরাট কোহলির বচসার ইস্যুটি সামনে এল। বিগত আইপিএল-এর অন্যতম আলোচিত ঘটনা ছিল সেটা। সেই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর। ঠিক কী কারণে ঝামেলা? কী হয়েছিল সেদিন? সেই বচসা ইস্যুতে নিজের দিকটা তুলে ধরলেন গৌতম। (আরও পড়ুন: ‘বিরাটই জানে কেন ও টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিল’, বোমা ফাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়)
প্রসঙ্গত, গত মে মাসে আইপিএল-এ লখনউ সুপারজায়ান্টস বনাম আরসিবি ম্যাচের পর নবীন উল হক-কে ঘিরে বচসায় জড়িয়েছিলেন দুই দিল্লিবাসী। মাঠের সেই ঝমেলার ঘটনায় তোলপাড় হয় ক্রিকেট বিশ্ব। এমনিতেই বিরাটের সঙ্গে গৌতমের আগেও মাঠে ঝামেলা হয়েছিল। তবে তখন গৌতমও ক্রিকেটার ছিলেন। কেকেআর-এর সঙ্গে আরসবির ম্যাচে সেই ঝামেলা হয়েছিল। তবে গত মে মাসের ঝামেলা হয় ‘মেন্টর’ গৌতম গম্ভীর বনাম কিংবদন্তি কোহলির। এই নিয়ে নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাকারে নিজের বক্তব্য তুলে ধরলেন ভারতের দু’টি বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী।
বিরাটের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে গৌতম বলেন, ‘এর আগেও মাঠে আমার অনেকবার ঝামেলা বা বচসা হয়েছে। তবে সব সময়ই সেই লড়াই আমি মাঠে ছেড়ে আসার চেষ্টা করি। আমি মনে করি, দুই ক্রিকেটারের মধ্যে ঝামেলা হলে তা মাঠেই ছেড়ে আসা উচিত এবং সেই ঝামেলা মাঠের বাইরে আসা উচিত নয়। ভারতের অনেকেই টিআরপির জন্য অনেক কিছু বলেছেন সেই ঘটনা নিয়ে। তবে আমার মনে হয়, দু’জনের মধ্যে যেটা ঘটেছে সেটা নিয়ে বাকিদের কিছু জানানোর প্রয়োজন নেই। ক্রিকেটের মাঠেই সেই ঘটনা ঘটেছিল। এটা যদি অন্যত্র ঘটত, তখন এটাকে লড়াইয়ের নাম দেওয়া যেত। কিন্তু মাঠে দু’জনই চায় জিততে। সেই সময় অনেক কিছুই ঘটতে পারে।’
এরপর গম্ভীর বলেন, ‘আমি সেই ঘটনা নিয়ে শুধু এটুকুই বলতে চাই যে, সেই মুহূর্তে আমার যাকে সঠিক মনে হয়েছিল, আমি তাঁর পাশে দাঁড়িয়েছিলাম। যদি নবীন সেই সময় কোন ভুল করে থাকে, তাহলে আমার দায়িত্ব তাঁর পাশে দাঁড়ানো। অবশ্য সেটা নবীন হোক কি অন্য কেউ, যদি কেউ ঠিক হয়, তাহলে শেষ নিশ্বাস পর্যন্ত তাঁর পাশে দাঁড়াব আমি। আমি ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি। আমি এভাবেই নিজের জীবন যাপন করছি। তা নিয়ে অনেকে অনেক কিছুই বলেন। অনেকে এই ক্ষেত্রেও বলেছিলেন যে আমি নিজের দেশের ক্রিকেটারের বিরুদ্ধে গিয়েছি। আমি বলতে চাই যে যদি নবীন ভুল হয়ে থাকত, তাহলে আমি তাঁর বিরুদ্ধেই দাঁড়াতাম।’
For all the latest Sports News Click Here