‘আমার বেবির বেবি হতে চলেছে’, আলিয়ার প্রেগন্যান্সির খবরে খুশিতে ভাসছেন বাবা মহেশ!
সকাল সকাল প্রেগন্যান্সির সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া ভাট। আপাতত খুশিতে ভাসছে কাপুর আর ভাট পরিবার। ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া আর রণবীর। ঠিক আড়াই মাসের মাথায় এল সুখের খবর। ইউএসজি-র সময়ের ছবি শেয়ার করে মা হতে চলার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী।
ছোট মেয়ের মা হতে চলার খবরে খুব খুশি পরিচালক মহেশ ভাট। বললেন, ‘আমার বেবির বেবি হতে চলেছে। আমি খুব খুশি।’ অন্যদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিনিধিদের মহেশ বলেন, ‘এটা খুব চ্যালেঞ্জিং একটা রোল যা এখন জীবন আমাকে পালন করতে বলছে, তা হল দাদুর চরিত্র। এটা আমাদের গোটা পরিবারের কাছে একটা জাদুভরা মুহূর্ত। সবচেয়ে বড় হল আলিয়া ছোট থেকেই ম্যাজিক্যাল চাইল্ড। নিজের আসাধারণ প্রতিভা দিয়ে ও আমাকে অনেকবার অবাক করেছে। আর তারপর রণবীরের সঙ্গে বিয়ে। খুব পছন্দের ছেলে আমার। ভালো বাচ্চা।’
মহেশ আরও বলেন, ‘আমি নিশ্চিত আলিয়া আর রণবীরের যে সন্তান হতে চলেছে সে অসাধারণ মা-বাবার গুণ পেতে চলেছে নিজের মধ্যে। আমি ওদের জন্য খুব খুশি।’ আরও পড়ুন: ‘আমার বাচ্চার নাম ট্যাটু করাব!’, বাবা হওয়ার আভাস দিনকয়েক আগেই দিয়েছিল রণবীর?
নিজেদের খুশি জাহির করে নিয়েছেন সোনি রাজদান আর নীতু কাপুরও। সোনি মিডিয়াকে জানান, ‘মা-বাবা হতে চলা আলিয়া-রণবীরের জন্য যেমন আনন্দ হচ্ছে, তেমন খুশি গোটা পরিবারের জন্য। সন্তান হওয়া বা একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার থেকে খুশির, আনন্দের, আত্মতৃপ্তির খবর আর কি বা হতে পারে!’
ডান্স দিওয়ানে জুনিয়র-এর সেটে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন হবু ঠাকুমা নীতু কাপুর। ছবি শিকারিরা রীতিমতো ঘিরে ধরেন নীতুকে। ঠাকুমা হতে চলার প্রতিক্রিয়া কী? সকলে জানতে চায়। হাসি আর ধরছিল না নীতুর মুখে। মাথানত করে সকলের অভিনন্দন বার্তা গ্রহণ করেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here