‘আমার বেড়ে ওঠার সময় বাড়িতে পর্যাপ্ত রান্না হত না’, কপিল শর্মার শোয়ে অকপট সলমন
রবিবার কপিল শর্মা শো-এর মঞ্চ একপ্রকার রঙ্গমঞ্চ হয়ে উঠেছিল। এদিন এই শোয়ের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সলমন খান। তবে তাঁর সঙ্গে হাজির ছিলেন ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর অন্যান্য অভিনেতারাও। ছিলেন, পূজা হেগড়ে শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভিনালি ভাটনগর, সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়াল এবং জ্যাসি গিল।
এপিসোডের শুরুতে পূজা হেগড়ের সঙ্গে দেখা যায় সলমনকে। এদিন পূজা পরেছিলেন কমলা রঙের বডিকন গাউন। কপিল তাঁকে মজা করে ‘কমলা কুলফি’ বলে ডাকতে শুরু করেন। সলমনও কপিলের সঙ্গে মিলে মজা করে বলে বসেন, তিনিও ছোটবেলায় এধরনের আইসক্রিম খেয়েছেন, আর তাই গলা ধরে গিয়েছে। এরপর সলমন নানান রকম আইসক্রিমের কথা বলতে থাকেন। আর সেই প্রসঙ্গ ধরেই সলমন বলেন, ‘তাঁর বেড়ে ওঠার সময় এমন দিনও গিয়েছে, যখন বাড়িতে পর্যাপ্ত খাবার রান্না হত না। সেসময় আমরা বান্দ্রায় থাকতাম, সেখানে একটা এলাকায় অনেক গাছপালা ছিল, আমরা গাছে উঠাতাম আর বাগানের মালির হাতে মার খেতাম।’
আরও পড়ুন-আমার জীবন বা কেরিয়ারে কোনও ‘গডফাদার’ পাইনি, ‘গডমাদার’ পেয়েছি: প্রসেনজিৎ
আরও পড়ুন-প্রথমবার বিদেশ যাচ্ছি, বিমানে ফ্রিতে মদ পাওয়া যায় জেনে এত খেয়েছি যে একটা কাণ্ড ঘটিয়ে বসি: মনোজ বাজপেয়ী
এরপর কপিল শ্বেতা তিওয়ারি কন্যা পলককে দেখে বলেন, তিনি যখন শ্বেতার সঙ্গে কমেডি সার্কাসে কাজ করেছেন, তখন পলক অনেক ছোট্ট ছিল। হঠাৎ করেই দেখছি এত লম্বা হয়ে গিয়েছে। কপিল পলককে দেখে বলেন, ওঁর মা ওকে খুব সুন্দরভাবে বড় করেছেন। পলককেও কপিলকে স্যার সম্বোধনে কথা বলতে দেখা যায়। শেহনাজকে দেখে কপিল বলে বসেন, তাঁকে ভীষণই সুন্দর লাগছে। উত্তরে শেহনাজও বলেন, তাঁকে সবসময়ই সুন্দর দেখায়। কপিল শেহনাজের পশ্চিমী পোশাক নিয়ে মন্তব্য করলে, শেহনাজও বলেন, এধরনের পোশাকের কারণেই তিনি আজ একটু চুপচাপ বসে আছেন। সলমন সঙ্গে সঙ্গে বলেন, তাহলে তাঁরই শেহনাজের জন্য সালোয়ার পাতিয়ালা আনা উচিত ছিল। এমনই নানান হাসিঠাট্টায় জমজমাট ছিল রবিবারের কপিল শর্মার শো।
For all the latest entertainment News Click Here