‘আমার নীরবতার সুযোগ নিচ্ছে’, ৩ কোটির চেক বাউন্স কেসে মুখ খুললেন আমিশা
২০১৮ সালে সূত্রপাত এই মামলার। সেই বছর অভিনেত্রী আমিশা পাটেলের নামে চেক বাউন্স এবং প্রতারণার অভিযোগ আনেন অজয় কুমার সিং। কিছুদিন আগেই এই মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী। এতদিন পর গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। একটি সাক্ষাৎকারে বললেন এটা সম্পূর্ণ মিথ্যা একটি মামলা যা ইচ্ছেকৃত ভাবে তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল। একই সঙ্গে তিনি বলেন স্রেফ লোকের নজরে আসার জন্য, একটা হইচই বাঁধানোর জন্যই নাকি এই ঝাড়খণ্ডি প্রযোজক তাঁর নামে এই অভিযোগ এনেছিলেন।
গত শনিবার, অর্থাৎ ১৭ জুন রাঁচির সিভিল কোর্টে এই চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করেন অভিনেত্রী। এই কোর্টের সিনিয়র ডিভিশন বেঞ্চের জাজ ডি.এন শুক্লা এদিন তাঁকে শর্তসাপেক্ষ জামিন দেওয়ার পাশাপাশি আবারও ২১ জুন কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।
এদিন জামিন পাওয়ার পরই এত বছর ধরে চলে আসা এই মামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জুম টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদের থেকে বহু মেসেজ পেয়েছি। রাঁচির এই বিষয় নিয়ে তাঁরা অনেকেই প্রশ্ন করেছেন। কিন্তু যবে থেকে আমার নামে এই মামলা করা হয়েছে তবে থেকেই এই বিষয়ে আমি পাবলিকলি একটাও কথা বলিনি। আর বলব না। আমার আইনের উপর সম্পূর্ণ আস্থা আছে। আইন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমার এই নীরবতার অন্য মানে খুঁজে বের করছেন এই অজয় বাবু। আমার নীরবতার সুযোগ নিচ্ছেন তিনি। আমাকে বদনাম করে তিনি নিজে প্রচারের আলোয় আসতে চাইছেন। বাকিটা তো সবই আইনি প্রক্রিয়া। কিন্তু উনি এভাবে সহজে নাম কিনতে চাইছেন।’
তিনি একই সঙ্গে তাঁর নামে আনা এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন। এবং বলেন ‘আইনের উপর আমার আস্থা আছে, আমি জানি আইন ঠিক এই বিষয়টা দেখবে, এবং ন্যায় দেবে। আমার বিরুদ্ধে এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আনা হয়েছিল।’
কিন্তু কী নিয়ে এত ঝামেলা?
২০১৮ সালে রাঁচির এই প্রযোজক অজয় কুমার সিং আমিশাকে একটা ছবির জন্য ২.৫০ কোটি টাকা দিয়েছিলেন। তিনি অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠান। কিন্তু পরবর্তীকালে নায়িকা দেশি ম্যাজিক নামক এই ছবি করতে অস্বীকার করেন এবং তিন কোটির একটি চেক ফেরত পাঠিয়ে দেন। কিন্তু সেই চেক বাউন্স করে বলে জানানো হয়।
প্রসঙ্গত, আগামী ১১ই অগস্ট মুক্তি পেতে চলেছে ‘গদর ২’। এই ছবির সঙ্গে প্রায় পাঁচ বছর পর রুপোলি পর্দায় ফিরছেন আমিশা। ‘গদর’ ছবির এই সিকুয়েলে ফের একসঙ্গে দেখা যাবে সানি দেওল ও আমিশাকে।
For all the latest entertainment News Click Here