আমার দুই মেয়ে ছিল প্রীতি-প্রিয়াঙ্কার অনুরাগী, একদিন বলল মা ওল্ড ফ্যাশান: মধু
সালটা ১৯৯১, ‘ফুল অউর কাঁটে’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন ‘মধু’। তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা কুকু কোহলি। ওই একই বছর বালাচান্দরের তামিল ছবি ‘আজাগান’-এর হাত দক্ষিণেও অভিষেক হয়েছিল মধু-র। সেই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন মামুতি, ভানুপ্রিয়া এবং গীতা। এছাড়াও বলিউড ও দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন মধু। মধু অভিনীত সব থেকে আলোচিত ছবি মণিরত্নম পরিচালিত ‘রোজা’, সেখানে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্রে।
সম্প্রতি ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরনো সেই সব দিন, তাঁর অভিনয় জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমি ২০১২-১৩ সালেও ছবিতে অভিনয় করেছি। তখন আমার বাচ্চারা স্কুলে পড়ত। ‘লাভ ইউ মিস্টার কলাকার’ বলে একটি ছবিতে কাজ করেছিলাম, কারণ ছবিটি পুরোটাই মুম্বইতে শ্যুট করা হয়েছিল এবং এটি ছিল রাজশ্রী প্রোডাকশনের ছবি। আমার ছেলেমেয়েরা সেই ছবি দেখতে বন্ধুদের সঙ্গে হলে গিয়েছিল। ওরা ফিরে এসে বলল, ‘মাম্মা, তোমাকে ছবিতে বড়ই ওল্ড ফ্যাশান লেগেছে। আমি শুনে অবাক হয়েছিলাম, যে আমার দুই মেয়ে আমাকে ’ওল্ড ফ্যাশান বলছে! মধু বলেন এটা ছিল সেই সময় যখন কৃষ সহ আরও বেশকিছু ছবি মুক্তি পেয়ে গিয়েছে। আমার ছেলেমেয়েরা প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিন্টার ভক্ত ছিল।’
আরও পড়ুন-দিলজিৎ দোসাঞ্জ-হানি সিংয়ের ঝগড়া! পাঞ্জাবি গায়কের বিরুদ্ধে এ কী বললেন র্যাপার হানি সিং?
মধু-র কথায়, ‘রোজা করার পর আমি প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলাম। তারপর অনেকটা সময় পর আমি যখন ফিরলাম, তখন আমারই সন্তানেরা আমায় বলছে ওল্ড ফ্যাশান। এটা আমার কাছে অভিনেতা একটা সতর্কবাণী ছিল বলা যায়। আমি বুঝেছিলাম, আমায় বদলাতে হবে। অভিনেতা হিসাবে আমার অনুভূতি একই রয়ে গিয়েছে, খালি সিনেমার ধরণ বদলেছে। এখান আমার কাজ আমার সন্তানেরা পছন্দ করে। এখন নিজেকে মনে হয় বেলা হাদিদ এবং দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটের সমান।’
প্রসঙ্গত, সাম্প্রতি সামান্থা রুথ প্রভুর ‘শকুন্তলম’ ছবিতে দেবদূতেরমা মানেকা চরিত্রে অভিনয় করেছেন মধু। ২০২১-এ জি ফাইফ-এর নেলপলিশ মধুর অভিনয় প্রশংসিত হয়।
For all the latest entertainment News Click Here