আমার টিমের প্রত্যেককে কীভাবে চিনলেন শাহরুখ! মন্নতে গিয়ে আমি অবাক: স্মৃতি মুন্ধরা
কিংবদন্তি পরিচালক যশ চোপড়া ও তাঁর যশরাজ ফিল্মসের উত্তরাধিকার নিয়ে ‘দ্যা রোম্যান্টিকস’ বানিয়েছেন পরিচালক স্মৃতি মুন্ধরা। যে ডকু-সিরিজটি সাম্প্রতিক সময়ে বেশ চর্চায় রয়েছে। আর এই ডকু সিরিজের জন্যই অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, আমির খান, ঋষি কাপুর এবং শাহরুখ খান থেকে শুরু করে বলিউডের প্রথম সারির তারকাদের সাক্ষাৎকার নিয়েছেন পরিচালক স্মৃতি। এমনকি বাদ যাননি যশ পুত্র আদিত্য চোপড়াও, যিনি কিনা এই মুহূর্তে যশরাজ ফিল্মসের কর্ণধার।
নেটফ্লিক্সের ‘দ্যা রোম্যান্টিকস’-এর জন্যই বহু তারকার বাড়িতে গিয়ে শ্যুট করতে হয়েছে স্মৃতি মুন্ধরাকে। যাঁর মধ্যে রয়েছেন ‘কিং খান’ শাহরুখ। ‘মন্নত’-গিয়ে ‘বাদশা’য় মুগ্ধ হয়ে যান স্মৃতি। সম্প্রতি সেবিষয়েই এক সাক্ষাৎকারে কথা বলেছেন পরিচালক। তাঁর কথায়, ‘কিং খানকে আতিথেয়তায় এ প্লাস দিতে হয়। কথা বলতে বলতেই ক্যামেরা পার্সন থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীর খাতির যত্নে কোনও বাদ রাখেননি শাহরুখ। প্রত্যেককে সঠিক সময়ে চা দেওয়া ছাড়াও থাকত নানানরকম স্ন্যাকস। শাহরুখ শ্যুট করার আগে প্র্রত্যেক কলাকুশলীর নাম জেনে নিয়েছিলেন এবং কারোর নামই তিনি ভোলেননি। সকলকে যে যার নামেই তিনি ডেকেছেন। সবাইকে কাজ শেষে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। প্রত্যেক কলাকুশলীকে তাঁর শিল্পী সত্ত্বার জন্য সম্মান করেন শাহরুখ। এটা আমার কাছে সত্যিই শিক্ষনীয় ছিল…।’
প্রসঙ্গত, ডকু সিরিজ ‘দ্যা রোম্যান্টিকস’-এর জন্য প্রথমবার আদিত্য চোপড়াকে ক্যামেরার সামনে এনে সকলকে চমকে দিয়েছেন পরিচালক স্মৃতি মুন্ধরা। সকলেই জানেন যশরাজ ফিল্মসের কর্ণধার হলেও আদিত্য ক্যামেরার সামনে বিন্দুমাত্র সাবলীল নন। তারপরেও এই ডকু সিরিজটির জন্য কথা বলেছেন আদিত্য। জানিয়েছেন বাবা যশ রাজের সঙ্গে কাটানো শৈশব, সিনেমা বানানো শেখা। স্মৃতি মুন্ধরা জানিয়েছেন, এই ডকু সিরিজে তাঁর ভূমিকার প্রয়োজনীয়তা বুঝেই ক্যামেরার সামনে আসতে রাজি হয়ে যান আদিত্য। প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের শেষ সাক্ষাৎকার প্রসঙ্গে স্মৃতি জানিয়েছেন, ভাগ্যক্রমেই তিনি ঋষি কাপুরজির মৃত্যু আগে তাঁর সঙ্গে কথা বলে ফেলেছিলেন। স্মৃতির কথায়, ‘তখন কে-ই বা জানত এটাই ঋষি কাপুরজির শেষ সাক্ষাৎকার হতে চলেছে।’
For all the latest entertainment News Click Here