‘আমার জীবন বরবাদ করে অন্যকে জান বানিয়েছে’, প্রাক্তনকে খোঁচা! সলমনের নিশানায় কে?
ইদে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে হাজির হচ্ছেন সলমন খান। বলিপাড়ায় জোর ফিসফাস এখন পূজা হেগড়েই নাকি ভাইজানের ‘জান’। এই চর্চায় যখন সরগরম বি-টাউন তখন ‘প্রাক্তন জান’কে নিয়ে মুখ খুললেন সলমন। ছবির প্রচারে সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’র শো’তে হাজির হয়েছিলেন তারকা। এই সপ্তাহের শেষেই সেই এপিসোড সম্প্রচারিত হবে পর্দায়। তার আগে সামনে এল প্রোমো। স্বভাবসিদ্ধ ভঙ্গিকে সলমনের কাছে কপিল জানতে চান, ‘জান’ বলে ডাকবার অধিকার আজকাল কাকে দিয়েছেন সলমন?
প্রেমজীবন নিয়ে প্রশ্ন উঠতেই লম্বা চওড়া জবাব দিলেন সলমন। জানালেন কেমনভাবে মেয়েরা তাঁর জীবনে এসেছে, তাঁর জীবন বরবাদ করেছে আবার অন্যের জীবনে প্রবেশ করেছে… এই প্রোমো দেখে অনেকের মনেই প্রশ্ন, সলমনের নিশানায় আদতে কে? সলমনকে এক নিঃশ্বাসে বলতে শোনা গেল- ‘কাউকে জান বলে ডাকার অধিকার দিতে নেই- জান দিয়ে শুরু হয় তারপর জীবনটাই নিয়ে নেয়… বলবে, আমি তোমার সঙ্গে দারুণ খুশি, আমি কত সৌভাগ্যবান, কিছুদিন কেটে যাবে এইভাবেই। তারপর তারপর আই লাভ ইউ পর্ব শুরু হবে। যেই না আই লাভ ইউ বলবে, ব্যাস! জীবন বরবাদ’।
কোনওরকম বিরতি না নিয়েই সলমন যোগ করেন, ‘জান আসলে একটা অসম্পূর্ণ শব্দ। পুরো কথা এটা হওয়া উচিত, তোর জীবন জীবন নিয়ে নেব, তারপর অন্য কাউকে জান বানাবো, তারপর তার জীবনও শেষ করে দেব’।
প্রেম নিয়ে সলমনের এহেন ব্যাখা শুনে হাসি থামেনি কপিল শর্মা, অর্চনা পূরণ সিংদের। দর্শকাসনে উপস্থিত পুরুষরা প্রায় সকলেই সলমনের সঙ্গে সহমত পোষণ করতে থাকেন। সলমনের এই আত্মউপলব্ধিতেই স্পষ্ট কেন ষাট ছুঁইছুঁই সলমন আজও বিয়ের পিঁড়িতে বসেননি। না হলে সলমনের জীবনে প্রেম এসেছে বারবার। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বর্য রাই থেকে শুরু থেকে ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরদের সঙ্গে নাম জড়িয়েছে সলমনের।
আরও পড়ুন- ‘তোমার ঠোঁটের সেতু…’, বিয়ের পর প্রথম জন্মদিন, দুর্নিবারের গানেই শুভেচ্ছা মোহরের
কপিলের শো-এর প্রোমো ভিডিয়োর কমেন্ট বক্সে এক নেটিজেন লেখেন, ‘ভাইজান প্রত্যেক পুরুষের মনের দুঃখের কথা তুলে ধরলেন। তবে কেউ কেউ সলমনের এই মন্তব্যের বিরোধিতা করে লেখেন, ‘অনেক মহিলাই আছেন, যাঁরা তাঁদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত। তাঁদের জন্য এই মন্তব্য অপমানজনক’।
For all the latest entertainment News Click Here