‘আমার জীবনে যা আছে ওর নেই…’, সলমন তাঁর চেয়ে ‘বেশি সফল’ বক্তব্যে সাফ জবাব আরবাজের
সলমন খানকে নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি আরবাজ খানকে। কখনও সোশ্যাল মিডিয়ায় তো কখনও মিডিয়ার কড়া প্রশ্নের মুখে পড়েছেন তিনি। যদিও অভিনেতা-পরিচালক-প্রযোজক হিসেবে বলিউডে কাজ করেছেন সলমনের ভাই। বর্তমানে তিনি টক শো-র হোস্টও। যাতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বাবা সেলিম ও সৎ মা হেলেন। আরবাজ এই শো-তে তাঁর বাবাকে সরাসরি প্রশ্নও করে বসেন, এটা তাঁকে বিরক্ত করে যে তিনি আর সোহেল ভাই সলমনের থেকে কেরিয়ারে কম সফল!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের এই টপিকে কথা বলেন আরবাজ খান। কীভাবে তিনি এত খোলাখুলি এই বিষয় নিয়ে কথা বলতে পারছেন প্রশ্নের জবাবে জানান, ‘আসলে কী বলুন তো, আপনি নিজের ব্যাপারে যাই ভাবুন না কেন, দুনিয়া তো আপনার ব্যাপারে কিছু বলবেই। আপনাকে এর মুখোমুখিও হতেই হবে। এটাই সত্যি যে পেশাগতভাবে অনেকেই আপনার থেকে বেশি সফল হতেই পারে। কিন্তু সেটা শুধুই পেশাগতভাবে। কিছু ক্ষেত্রে আপনার সাফল্য তাদের চেয়ে বেশি হতে পারে। শুধুমাত্র আপনার কেরিয়ারই জীবনে গুরুত্বপূর্ণ নয়, এটি আপনাকে সংজ্ঞায়িত করে না। কেউ যদি আপনার চেয়ে এগিয়ে থাকে, তবে তা স্বীকার করতে লজ্জার কিছু নেই।’ আরও পড়়ুন: বিকিনিতে তন্বী শর্মিলা! প্রেমিকার এই ছবি দেখে পতৌদির প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য
৫৫ বছর বয়সী আরবাজ আরও জানান, ‘আপনি যাকে ইচ্ছে প্রশ্ন করতে পারেন সলমন এবং আরবাজের মধ্যে কে বেশি সফল সফল? ১০০ জনের মধ্যে ১০০ জনের উত্তরই হবে সলমন খান। তো আমার কি লজ্জা বলতে? আমার জীবনে এমন কিছু আছে যা তার নেই! আগামীকাল পরিস্থিতি ভিন্ন হতে পারে, হয়তো আমি এতটাই সফল হলাম যা তাঁকেও ছাড়িয়ে গেল। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনাকে সৎ হতে হবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনাকে সৎ হতে হবে এবং প্রতারিত হবেন না। আপনি যদি সত্যির মুখোমুখি হতে পারেন তবেই লোকেরা সম্মান করবে আপনাকে। মানুষ বোকা নয়। মানুষ সত্যিটা শুনতেই পছন্দ করে।’ আরও পড়ুন: বাবা সেলিমের দ্বিতীয় বউ হেলেনকে কীভাবে মানিয়ে নিয়েছিল মা, জানাল সলমনের ভাই আরবাজ
‘তোমাকে যখন তোমার বাবা বা ভাইয়ের সঙ্গে তুলনা করা হয় তখন তুমি মনে মনে ভাব ঠিক আছে আমার ভাই-ই তো। কিন্তু সেটা না হলেও এই তুলনা চলতেই থাকে। লোকেরা এটা করতেই থাকে। এমনকী নতুন একটা ক্রিকেটারকেও বিরাট কোহলি, শচীন টেন্ডুলকরদের সঙ্গে তুলনা করা হয়। এটাই দস্তুর দুনিয়ার’, নিজের কথায় যোগ করেন তিনি।
১৯৬৪ সালে হিন্দু সুশীলাকে বিয়ে করেন সেলিম খান। বিয়ের পর যার নাম হয় সালমা খান। ১৯৬৫ সালে জন্ম হয় সলমনের। ঠিক তার দু বছর পর ১৯৬৭ সালে জন্ম আরবাজের। এরপর আরও দুই সন্তানের জন্ম দেন সেলিম আর সালমা, মেয়ে আলভিরা আর ছেলে সোহেলের। তবে সলমনের দুই ভাইয়ের কেউই দাদার মতো কেরিয়ারে সাফল্য পায়নি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here