‘আমার জিনিসকে কেউ দেখবে না!’, ভাইরাল হওয়ায় রেগে গেছে প্রেমিক, দাবি নন্দিনীর
রাণু মণ্ডল, বাদাম কাকুরা সব অতীত। এখন সোশ্যাল মিডিয়া শুধুই নন্দিনীময়। সারাক্ষণ আলোচনা ডালাহৌসি পাড়ায় পাইস হোটেল চালানো এই স্মার্ট দিদিকে নিয়ে। সুন্দরী এই কন্যেকে তো মনও দিয়ে ফেলেছেন অনেক পুরুষ। এদিকে নন্দিনী আবার নিজের প্রেম নিয়ে অকপট। সাফ জানিয়ে দিলেন তাঁর ‘মুসটান্ডা’ ছাড়া কারও দিকে তাকাবেন না।
ইউটিউবের এক টক শো-তে এসেছিলেন নন্দিনী অতিথি হয়ে। সেখানেই কথা প্রসঙ্গে জানালেন, তাঁর প্রেমিক আগলে রাখতে ভালোবাসে। ওই ‘আমার জিনিস কেউ দেখবে না’ টাইপ। আর তাই নন্দিনীর ভাইরাল হয়ে যাওয়া এভাবে সকলের সামনে তাঁর খুব একটা পছন্দ নয়। ওই একটু পজিসিভ প্রেমিক আর কী!
সঙ্গে নন্দিনী জানালেন ইউটিউব ভিডিয়ো যারা বানায় তারা যাতে কেউ গায়ে হাতও না দেয় সেই শর্ত আছে তাঁর। তা সে দিদি বলুক বা বোন। কারণ তাঁর ‘মুসটান্ডা’ সাফ বলে দিয়েছে এসব সহ্য করবে না! সঙ্গে ফাঁস করলেন বিয়েটাও করে নিতে চান এবার। অনেকদিন হয়েছে ডেটিং। আরও পড়ুন: ক্যাটরিনাকে মেকআপ ছাড়া এরকম দেখতে লাগে! কমেন্ট না করে থাকতে পারলেন না সোনম
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলও খুলেছেন নন্দিনী। নাম রেখেছেন ‘Nandiny Didi Official’। পেইড প্রোমোশন নিয়ে খাবারের দোকান থেকে আসবাবের দোকান, সবকিছু নিয়েই ভিডিয়ো বানানো শুরু করেছেন। সঙ্গে নিজেদের ডালাহৌসির অফিসপাড়ার দোকানটাও মেরামত করার ইচ্ছে আছে। দোকানে থাকা ত্রিপল পালটে স্থায়ী শেডস দেওয়ার কথাও ভাবছেন। আরও পড়ুন: অপরাজিতা আঢ্যর মাতৃবিয়োগ! মায়ের চলে যাওয়ার খবর দিলেন সোশ্যাল মিডিয়ায়
খবর অনুসারে করোনা আর লকডাউনের সময় থেকেই এই ভাতের হোটেল চালাচ্ছেন নন্দিনী। তবে মাস দুই আগেই হঠাৎ জনপ্রিয়তা পান ফুড ব্লগারদের হাত ধরে। তবে খ্যাতির সঙ্গে সঙ্গে জড়ান বিতর্কেও। কেউ অভিযোগ তোলেন নন্দিনী ও তাঁর বাবা ভিডিয়ো করার অনুমতি দেয়নি। তো কেউ বলেন, নন্দিনীদির হোটেলে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও খাবার মেলেনি। এদিন সাক্ষাৎকারে তো ভাইরাল হওয়া সেইসব ভিডিয়ো সম্পর্কে বলেই বসলেন, ‘আমার কারণে আজকাল অনেক ইউটিউবারের পেট চলে।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here