‘আমার জামাই মহা টেনশনে পড়ে যায়’, কী ভাবে দিন কাটছে অন্তঃসত্ত্বা মাহির?
জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি। মা হতে চলেছেন তিনি। দিন কয়েক আগেই ফেসবুকের মাধ্যমে সুখবর জানিয়েছেন অনুরাগীদের। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে তাঁর।
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমকে মাহি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গিয়ে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন। তাঁর কথায়, ‘মা হতে চলেছি জানার পর থেকেই লাফালাফি শুরু করে দিই। বাড়ির মানুষজন ধরে রাখতে পারছিল না। খবরটি শুনে আমার জামাই (স্বামী) মহা টেনশনে পড়ে যায়। কারণ আমি হুটহাট লাফ দিয়ে সিঁড়ি দিয়ে উঠি। শ্যুটিংয়ে গেলেও দৌড়ঝাঁপের দৃশ্য করি। এগুলো নিয়ে খুব টেনশনে ছিল।’
মাহি জানিয়েছেন, আপাতত তাঁর বাড়ির বেরনো নিষেধ। হবু মাকে কোনও কাজ করতে দিচ্ছেন না তাঁর পরিবারের সদস্যরা।
২০২১ সালের সেপ্টেম্বরে ব্যবসায়ী কামরুজ্জামান রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। চলতি বছরের শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন গাঢ় হয়ে উঠেছিল।
২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয় মাহির। এর পর ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে দেখা যায় তাঁকে।
২০১৪ সালে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে অভিনয় করেছিলেন মাহি। অঙ্কুশ হাজরার বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।
পেশাগত হোক বা ব্যক্তিজীবন— আগাগোড়াই শিরোনাম দখল করে এসেছেন মাহি। তবে আপাতত ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাক থেকে দূরে অনাগত সন্তানের অপেক্ষায় তিনি।
For all the latest entertainment News Click Here