‘আমার জামাই ভালো, মেয়েকে বোঝে’, সেদিন প্রকাশ্যে জিতুর প্রশংসা করেন নবনীতার মা
সালটা ছিল ২০১৯, সাতপাকে বাঁধা পড়েছিলেন টেলিপর্দা জনপ্রিয় দুই অভিনেতা জিতু কমল ও নবনীতা। সুখে -দুঃখে, ভালো-মন্দ, হাস-ঠাট্টায় দিব্যি কাটছিল। তারপর হঠাৎ ছন্দপতন। বৃহস্পতিবার হঠাৎই জিতুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন নবনীতা। যা এখনও ঠিক হজম করতে পারছেন না জিতু-নবনীতার অনুরাগীরা। ঠিক কী ঘটেছে, কেন বিচ্ছেদ তা নিয়ে প্রশ্নের শেষ নেই অনুরাগীদের।
যদিও দু’বছর আগেও তো জিতু-নবনীতার সম্পর্কটা ঠিক এমন ছিল না। এমনকি শাশুড়িমায়ের সঙ্গেও সম্পর্কটা বেশ ভালোই ছিল জিতুর। ২০২০ সালে ‘দি নম্বর ওয়ান’-এর মঞ্চে এসে জিতুর প্রশংসাই করেছিলন নবনীতার মা। এককথায় জানিয়েছিলেন তাঁর জামাই খুব ভালো। জিতুর উদ্দেশ্যে ‘দি নম্বর ওয়ান’-এর মঞ্চে নবনীতার মা জানিয়েছিলেন, ‘আমার মেয়ের মধ্যে একটা ছেলেমানুষী ভাব রয়েছে, তবে ও আমার মেয়েকে বোঝে।’
সেদিন জিতুকে বিভিন্ন কথায় মজা করে বলতে শোনা গিয়েছিল। বলেছিলেন, তাঁর শাশুড়িমা অর্থাৎ নবনীতার মা নাকি মেয়ের প্রেমের বিষয়টা নাকি প্রথমে বুঝতেই পারেননি, ভেবেছিলেন বন্ধু। দিদি নম্বর ওয়ানের সেই শোয়ে শাশুড়ি মায়ের সঙ্গে ভীষণই মজা-মশকরা করতেও দেখা গিয়েছিল অভিনেতা জিতু কমলকে। এমনকি জিতু শাশুড়ির প্রশংসা করে বলেন, ‘উনি খুবই নরম মনের, তবে একটু লজ্জা পান।’
ফেসবুকে ‘দিদি নম্বর ওয়ান’-এর এই ভিডিয়োর নিচেও অনেকে জিতু কমলের প্রশংসা করেছেন। তবে এসব এখন অতীত। আপাতত জিতু ও নবনীতা আলাদা পথেই হাঁটছেন বলে খবর। তবে বিচ্ছেদের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরনো এই ভিডিয়ো।
জিতুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে নিজেই সংবাদ-মাধ্যমের কাছে মুখ খুলেছেন নবনীতা দাস। দুদিন আগেই নবনীতা জানিয়েছিলেন, তাঁরা নাকি তিনমাস ধরে আলাদাই থাকছেন। বিচ্ছেদের সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন। শুধু টিকিট কাটা ছিল বলে একসঙ্গে লন্ডনে বেড়াতে গিয়েছিলেন। বিবাহ-বিচ্ছেদের আইনি পদক্ষেপও শুরু হয়ে গিয়েছে। যদিও বিষয়টা নিয়ে মুখ খুলতে চাননি জিতু কমল।
সংবাদমাধ্যমের কাছে মুখ না খুললেও ফেসবুকের পাতায় জিতু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত বিষয়, তিনি ব্যক্তিগতই রাখতে চান।
For all the latest entertainment News Click Here