আমার জসি তুমি আগের মতোই শক্তিশালী হয়ে ফিরবে- বুমরাহকে সান্ত্বনা হার্দিকের
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে তাদের তারকা পেসার জসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন। সোমবার বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন যে, বুমরাহ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছে। টুর্নামেন্ট থেকে বুমরাহের বিদায় ভারতের জন্য বড় ধাক্কা।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বুমরাহ। টুর্নামেন্ট থেকে বুমরাহের বিদায়ের পর, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টুইটারে একটি সুন্দর পোস্ট লিখেছেন। পান্ডিয়া তার পোস্টে লিখেছেন, ‘আমার জাসি (জসপ্রীত বুমরাহ) আগের মতোই শক্তিশালী হয়ে ফিরবে ????❤️❤️@Jaspritbumrah93’।
বুমরাহ অতীতেও পিঠের ব্যথায় ভুগেছিলেন। একই কারণে ২০১৯ সালে তিন মাস তাঁকে ২২ গজের বাইরে থাকতে হয়েছিল। তবে এ বার তাঁকে চার থেকে ছয় মাস বাইরে থাকতে হতে পারে। বুমরাহ এই বছর ভারতের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন, যখন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: ফ্লাইট মিস করার শাস্তি, T20 WC-এর দল থেকেই ছিটকে গেলেন হেতমায়ের
বিসিসিআই শীঘ্রই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুমরাহর বদলি ঘোষণা করবে। বুমরাহ হলেন ভারতের দ্বিতীয় খেলোয়াড়, যিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন। এর আগে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।
এখন বড় প্রশ্ন হল, বুমরাহের পরিবর্ত কে হবেন? অনেকের মতে, বুমরাহের পরিবর্ত হিসেবে ভারতের মূল দলে মহম্মদ শামির জায়গা পাওয়া উচিত। আপাতত স্ট্যান্ড বাই হিসেবে দলে আছেন তিনি। বিশেষজ্ঞদের বক্তব্য, বুমরাহের মতো অভিজ্ঞতা আছে শামিরই।
আরও পড়ুন: T20 WC-এ বুমরাহর পরিবর্ত একমাত্র শামিই- সাফ জানিয়ে দিলেন ভারতের প্রাক্তনী
আবার অনেকের দাবি, জাতীয় দলের হয়ে দীর্ঘ দিন টি-টোয়েন্টি খেলেননি শামি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তিনি জাতয় দলের হয়ে আর কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেলেও, করোনায় আক্রান্ত হওয়ার জন্য ছিটকে যান। সেই সঙ্গে ডেথ ওভারে প্রচুর রান খরচের প্রবণতা আছে শামির। তাঁকে শুরুতেই বল করিয়ে নেন অধিনায়কেরা। ফলে তিনি বুমরাহের শূন্যস্থান পূরণ করতে পারবেন না।
ভারতের এমন একজন বোলার দরকার, যিনি ডেথেও (১৬ থেকে ২০ ওভার) বল করতে পারবেন। এই যুক্তিকে খন্ডন করতে শামি-পন্থীদের বক্তব্য, ডেথ ওভারের জন্য আপাতত হার্ষাল প্যাটেল এবং আর্শদীপ সিং আছেন। তাই শামিকে শুরুর দিকেই বল করিয়ে নিতে পারবেন রোহিত শর্মা।
For all the latest Sports News Click Here