আমার গান মুক্তি পাচ্ছে, বিবাহ অভিযান ২-এর ট্রেলার আসছে, তাই এবার ইদ ভীষণ স্পেশাল
ভারত-বাংলাদেশ সহ এশিয়ার বেশকিছু দেশে শনিবারই পালিত হতে চলেছে খুশির ইদ। তাই ইদ উদযাপন করবেন এপার এবং ওপার, দুই বাংলার মানুষ। ইদের খুশিতে মাতোয়ারা ওপার বাংলার তারকা শিল্পীরাও। এবার ইদ কীভাবে কাটাবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া? সেবিষয়েই ফোনে নানান কথা হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী তথা গায়িকা নুসরাত।
ইদের মেনুতে কী কী থাকছে?
নুসরাত ফারিয়া: এবার ইদেও ভীষণ ব্যস্ত নুসরাত ফারিয়া, যদিও ঢাকাতেই থাকছেন তিনি। নুসরত জানালেন, ‘এবার ইদে আমি ঢাকাতেই আছি, বাবা-মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গে ইদ পালন করব। ইদের জন্য খাওয়াদাওয়া সবসময়ই স্পেশাল, মেনুতে পোলাও, বিরিয়ানি, মাংস, কাবাব এসব নানান কিছু থাকবে।’
আর ইদের কেনাকাটা নিশ্চয় হয়ে গিয়েছে?
নুসরাত ফারিয়া: নাহ আসলে ইদের কেনাকাটা এখন আর করি না। কারণ, আল্লা আমায় তৌফিক দিয়েছে প্রতিদিনই নতুন জামা পরার। কোনও না কোনও কাজ থাকে, তাই নতুন জামা, সাজগোজ করতেই হয়। সেজন্য আমার মনে হয় ইদের দিন নতুন জামা পরতেই হবে এমনটা নয়, উদ্দেশ্য সঠিক থাকলেই হল।
এবার ইদে তো আপনা ডাবল সেলিব্রেশন…
নুসরাত ফারিয়া: হ্যাঁ, একদম (হাসি) সকাল ১১ টায় আমার বিবাহ অভিযান-২এর ট্রেলার মুক্তি পাচ্ছে। আর বিকেলে ৫টা আমায় গান মুক্তি পাচ্ছে। তাই আমি যেমন উৎসাহী, ততটাই নার্ভাস। এবার ইদ যেমন জমজমাট, তেমন কিছুটা টেনশন তো থাকবেই। আমার দর্শক ও শ্রোতারা অনেকদিন ধরে আমার গান, সিনেমার জন্য অপেক্ষা করেছিলেন, সেটা ইদে আসছে, আমি খুশি।
প্রসঙ্গত ইদে মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়ার গান ‘বুঝি না তো তাই’। এটি একটি মিউজিক ভিডিয়ো। গানটি লিখেছেন বাঁধন নিজেই। ভিডিয়োটি শ্যুট করেছেন বাবা যাদব। এই গানে নুসরতের সহশিল্পী হলেন ব্রিটিশ র্যাপার ও গায়ক মামজি স্ট্রেনজার। অন্যদিকে ‘বিবাহ অভিযান-২’-এ দেখা যাবে অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’-এও দেখা যাবে নুসরাতকে।
For all the latest entertainment News Click Here