আমার গাওয়ার কথাই ছিল না- হাওয়া হাওয়াই গানটি নিয়ে কোন রহস্য ফাঁস করলেন কবিতা?
মিস্টার ইন্ডিয়া ছবিতে শ্রীদেবী এবং অনিল কাপুরের সেই কেমিস্ট্রি, একদম অন্য ধারার গল্পটি সবার বেশ মন কেড়েছিল। দারুণ জনপ্রিয় হয়েছিল এই ছবির গান, হাওয়া হাওয়াই। কিন্তু এতদিন যে কথা জানত না কেউ এবার সেই কথাই প্রকাশ্যে আনলেন এই গানের গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি।
কবিতা জানালেন তাঁর নাকি মিস্টার ইন্ডিয়ার এই গান, অর্থাৎ হাওয়া হাওয়াই গাওয়ার কথাই ছিল না। তাহলে কার গাওয়ার কথা ছিল জানেন? আশা ভোঁসলে। তেমনটাই অন্তত জানালেন তিনি। এতদিন পর এই সুপারহিট গান নিয়ে নানা অজানা কথা প্রকাশ্যে আনলেন কবিতা কৃষ্ণমূর্তি।
শ্রীদেবীর উপর দৃশ্যায়িত এই গানটির বিষয়ে গায়িকা জানান, ‘আশা ভোঁসলের এই গানটি গাওয়ার কথা ছিল। আমাকে বলা হয়েছিল আমি ছবিটির শ্যুটিংয়ের জন্য গান গাইব।’ কিন্তু শেষ পর্যন্ত এই ছবির নির্মাতারা তাঁকে জানান যে তাঁর গাওয়া গানটিই ছবিতে থাকবে। শেষ পর্যন্ত সেটাই সুপার হিট করে যায়। এই ছবির মিউজিক কম্পোজার ছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। তাঁর কথা অনুযায়ী, ‘আমি শ্যুটিংয়ের জন্য গানটি গেয়েছিলাম। আসল গানটি আশা ভোঁসলের গাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমার গানটিই রাখা হবে বলে জানান সিনেমার নির্মাতারা।
অনিল, শ্রীদেবী জুটির এটি অন্যতম ব্লকব্লাস্টার হিট ছিল। শেখর কাপুর পরিচালিত ছবিটির প্রযোজনা করেছিলেন বনি কাপুর। এই ছবি ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল। এটি ভারতের অন্যতম প্রথম সায়েন্স ফিকশন ছবি ছিল। এই ছবিতে অনিল কাপুর এবং শ্রীদেবী ছাড়াও ওমরিশ পুরি, অনু কাপুর, শরৎ সাক্সেনা, প্রমুখকে দেখা গিয়েছিল। এটির দুর্দান্ত কমেডি সিন আজও দর্শকদের মনে থেকে গিয়েছে।
For all the latest entertainment News Click Here