‘আমার খুব কম ছবি A সার্টিফিকেট পেয়েছে’, টুইঙ্কেলের চিন্তার কারণ নেই, বললেন অক্ষয়
প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। বর্তমানে তিনি লেখিকা, কলামিস্ট। কিছু দিন আগেই বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইল’ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।
করণ জোহরের ‘কফি উইথ করণ সিজন ৭’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। সেখানে এসে তিনি জানিয়েছেন, স্ত্রী টুইঙ্কেল খান্নাকে তিনি কতটা সমর্থন জানান কোনও বিষয়। রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলির উপর ভিত্তি করে বিতর্কিত অবস্থানের বিষয়ে পরামর্শও দেন স্ত্রীকে।
অক্ষয় বলেন, ‘ওকে কিছুতেই না বলি না। যখনই ও কিছু লেখে, বোঝানোর চেষ্টা করি, ‘লাইন অতিক্রম করো না’। এমনকি ওর পা পর্যন্ত ধরি। বোঝাই যে এতে সমস্যা হতে পারে। ওকে বোঝাতে প্রায় দুই-তিন ঘণ্টা সময় লেগে যায়।’
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা, অস্ত্রোপচারের পর কেমন আছেন?
অক্ষয় যোগ করেছেন যে তিনি হাত জোড় করে তার লেখা ‘সম্পাদনা’ করেন। টুইঙ্কল তাঁর সিনেমা সম্পর্কে অভিনেতাকে পরামর্শ দেয় কিনা জানতে চাইলে, অক্ষয় ইটাইমসকে বলেন, ‘আমাকে নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি শুধু ঘরোয়া, পারিবারিক ছবি তৈরি করি। আমার মূল বিশ্বাস সবসময় পরিবারের সকলের জন্য কোনও কিছু বানানো। খুব কমই আমার ছবি সেন্সর বোর্ড থেকে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। আমি কখনোই টুইঙ্কলকে আমার কিছুতেই ভয় পাওয়ার সুযোগ দিইনি।’
২১ বছরের বিবাহিত জীবন অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার। ২০০১ সালে বিয়ে করেন। ২০০২ সালে ছেলে আরভের জন্ম। মেয়ে নিতারার জন্ম ২০১২ সালে। টুইঙ্কল সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তাঁর পরিবারের রোজনামচার ছবি শেয়ার করে থাকেন। তাঁদের দেখে অনেকেই ‘সুখী দম্পতি’ হওয়ার পাঠ নেন।
সুখী বিবাহিত জীবনের রেসিপি সম্পর্কে ANI-কে একবার অক্ষয় বলেছিলেন, ‘এটি খুব অদ্ভুতভাবে কাজ করে। আমার কোনও ধারণা নেই। ও যা ভাবে, আমিও খানিকটা আলাদা ভাবি। আমরা দুটি বিপরীত দিকে চিন্তা করি।’
আরও পড়ুন: টিম K-এর সঙ্গে প্রাক জন্মদিন উদযাপন কাজলের, ভ্যানিটি ভ্যানেই হুড়মুড়িয়ে পার্টি!
অক্ষয়কে শীঘ্রই ‘রক্ষা বন্ধন’ ছবিতে দেখা যাবে। ছবিতে পণপ্রথার মতো বিষয় তুলে ধরবেন অভিনেতা। ছবির ট্রেলার লঞ্চের সময় অক্ষয় বলেছিলেন, ‘ফিল্ম করার সময় আমি শুধু সমস্যার কথা বলি না। সমাধান খুঁজি। ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘প্যাডম্যান’ এবং আরও অনেক কিছুতে সমাধান রয়েছে। তেমনি পণের (যৌতুক) সমাধান রয়েছে এই ছবিতে (রক্ষা বন্ধন)। আমাদের এবং আমাদের সমাজের কি করা উচিত তার উত্তর আছে। সমস্যার সমাধান দেবে ছবিটি।’
আনন্দ এল রাই পরিচালিত, ‘রক্ষা বন্ধন’ আগামী ১১ অগস্ট সিনেমা হলে মুক্তি পাবে। এর পাশাপাশি অক্ষয়ের আসন্ন প্রোজেক্ট ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘মিশন সিনড্রেলা’, ‘ওএমজি ২’ এবং ‘বড়ে মিয়া ছোট মিয়া’ মতো ছবি।
For all the latest entertainment News Click Here