‘আমার আত্মবিশ্বাস ফিরিয়েছিলেন’, হতাশায় ডুবতে থাকা আলেয়াকে কে বলিউডে এনেছিলেন
২০২০ সালের ‘জওয়ানি জানেমন’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল আলেয়া এফের। তাঁর সঙ্গে এই ছবিতে সইফ আলি খান এবং টাবুকেও দেখা গিয়েছিল। কিন্তু আপনি জানেন কি এটাই প্রথম ছবি নয় যার জন্য অভিনেত্রী সই করেছিলেন। হ্যাঁ, একদমই তাই। এখন বলিউডে অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেও একটা সময় বহু প্রত্যাখ্যানের সামনে পড়তে হয়েছিল তাঁকে। এবার সেই বিষয়ে জানালেন তিনি। কিন্তু আপনি কি জানেন কোন ছবিতে তিনি প্রথম সই করেছিলেন? অনুরাগ কাশ্যপের ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত’ ছবিতে।
এখনও ছবিটি মুক্তি পায়নি ঠিকই, তবে শীঘ্রই সেই ছবি মুক্তি পেতে চলেছে। অবশেষে সেই ছবির কাজ শেষ হয়েছে। আলেয়াকে আগামীতে এই ছবিতেই দেখা যেতে চলেছে। তাঁর বিপরীতে দেখা যাবে নবাগত করণ মেহতাকে। অভিনেত্রী অনুরাগ কাশ্যপকে ধন্যবাদ জানান তাঁর উপর ভরসা করার জন্য। তিনি জানান যখন কেউ তাঁর উপর ভরসা করতে পারেননি তখন অনুরাগ তাঁর উপর ভরসা করেছিলেন।
তবে স্টার কিড আলেয়া কিন্তু এই ফিল্ম দুনিয়ার অপরিচিত কেউ ছিলেন না। তাঁর মা হলেন পূজা বেদি এবং দাদু হলেন কবীর বেদি, এই কথা সকলেরই জানা। তবুও তাঁকে বহু প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছিল। তিনি জানান বহু মিটিংয়ে তিনি যেতেন, ভালো ফিডব্যাক পেতেন কিন্তু ছবি? ওটা পেতে বহু সময় লেগেছিল। আর সেই পরিবর্তন এনেছিল অনুরাগ কাশ্যপ।
মিড ডে’কে দেওয়া একটা সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘অলমোস্ট পেয়ার ছবিটি আমার প্রথম ছবি ছিল যেটা আমি সই করেছিলাম। এমনকি জওয়ানি জানেমন ছবির আগেও এই ছবির জন্য সই করেছিলাম। আমি তখন একটার পর একটা প্রত্যাখ্যান সহ্য করছি। লোকজন আমার রিলের প্রসংশা করত, কিন্তু ছবির জন্য ডাকত না। এটার পর আমার নিজের উপর সন্দেহ হতে শুরু করে, আমি কি অক্ষম তবে, প্রশ্ন আসতে থাকে মনে। তবে আমি যখন আমার রিল অনুরাগ স্যারকে দেখাই উনি বলেন তোমার জন্য একটা ছবি আছে। এরপর আর কোনও আলোচনা হয়নি, তিনি সোজাসুজি আমাকে ছবিটা অফার করেন।’
তিনি আরও জানান, ‘ওঁর মতো কেউ আমার উপর ভরসা করে আমার আত্মবিশ্বাস আরও একবার ফিরিয়ে দিয়েছিল। তিনি আমায় বিশ্বাস করিয়েছিলেন যে আমিও পারি। আমিও এই ইন্ডাস্ট্রির যোগ্য।’
জওয়ানি জানেমন ছবির জন্য ২০২১ সালে তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান সেরা মহিলা ডেবিউ হিসেবে। তাঁকে সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ফ্রেডি ছবিতে দেখা গিয়েছে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল।
For all the latest entertainment News Click Here