‘আমারও একটা চাই..’, প্রাক্তন সৃজিতের কাছে আবদার স্বস্তিকার, সাড়া দিলেন পরিচালক?
কথায় আছে ‘পুরোনো চাল ভাতে বাড়ে’, আর পুরোনো প্রেম? এই প্রশ্নের জবাব স্থান-কাল-পাত্র বিশেষে বদলে যায়। এক কালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতার কথা টলিউডে কারুর অজানা নয়। সেই প্রেম ভাঙা নিয়েও এককালে চর্চা কম হয়নি। অতীত ভুলে নতুন পথে পা বাড়িয়েছেন দুজনে। কিন্তু বন্ধুত্ব টিকে রয়েছে। প্রাক্তন যে বন্ধু হতে পারে, তার প্রমাণ স্বস্তিকা-সৃজিত। সম্পর্ক ভাঙার পড়েও সৃজিতের ছবিতে কাজ করেছেন স্বস্তিকা। ‘শাজাহান রিজেন্সি’তে মৃণালিনীর ভূমিকায় প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়। আরও পড়ুন-‘যে সম্পর্ক ৭ বছর টিকে যায়…’ মুম্বইয়ের রাজপথে বন্ধুত্বযাপন স্বস্তিকা-সুমনের
সম্প্রতি ফের শিরোনামে এই প্রাক্তন জুটি। সৌজন্যে সৃজিতের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট। যদিও সেই পোস্টের সঙ্গে সরাসরি স্বস্তিকার যোগ নেই। যশ-নুসরতের প্রোডাকশন হাউসের লঞ্চে হাজির হয়েছিলেন সৃজিত ও বিরসা দাশগুপ্ত। সম্প্রতি ব্যোমকেশকে ঘিরে দুই পরিচালকের রেষারেষি তুঙ্গে। দেবকে নিয়ে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবি নিয়ে হাজির হচ্ছেন বিরসা। আবার একই গল্পকে ‘নিজের শর্তে’ ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন সৃজিত। সেখানে ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য। বিরসার সঙ্গে একটি সেলফি পোস্ট করে সৃজিত লেখেন- ‘দ্য দুর্গ বয়েজ’। সৃজিতের সেই ছবিতেই নজর আটকে স্বস্তিকার। বা বলা ভালো সৃজিতের পোশাক থেকে চোখ সরল না নায়িকার। আর একটি বিশেষ আবদার করে বসলেন স্বস্তিকা।
সৃজিতের উদ্দেশে স্বস্তিকা প্রশ্ন, ‘এটা কি আবোল-তাবল জামা? যদি হয়, তাহলে আমারও একটা চাই’। সৃজিতের পরনে দেখা গিয়েছে সাদা-কালো পাঞ্জাবি। আর যতদূর সেই ছবিতে দেখা যাচ্ছে, সুকুমার রায়ের ‘আবোল-তাবোল’ ছড়া নকশার মাধ্যমে ফুটে উঠেছে ওই পঞ্জাবিতে। তাই লোভ সামলাতে পারলেন না স্বস্তিকা।
নিছক বন্ধুত্বের খাতিরেই এহেন আবদার স্বস্তিকার। প্রেম না থাকলেও বন্ধুত্ব যে অটুট দু’জনের এই পোস্ট ফের সে কথাই আরেকবার জানান দিল। যদিও সোশ্যাল মিডিয়ায় নায়িকার এই মিষ্টি প্রশ্নের কোনও জবাবই এখনও পর্যন্ত দেননি সৃজিত।
প্রসঙ্গত, প্রায় এক বছর আগে মুক্তি পেয়েছিল সৃজিতের ‘X=প্রেম।’ সেই সময় প্রাক্তনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। সঙ্গে তাঁর বার্তা ছিল, ‘X=Prem+বন্ধুত্ব+ইত্যাদি। একটা ছেলে আর একটা মেয়ে কখনও বন্ধু হতে পারে না। প্রেম থাকুক, সে X-Y-Z, যা-ই হোক না কেন। এমনই সুন্দর সুন্দর গল্প বলতে থাকো সৃজিত।’ আর ফেসবুকের স্মৃতি তাঁকে রোজই মনে করায় ‘X=প্রেম’ সে কথাও লিখেছিলেন অভিনেত্রীর।
For all the latest entertainment News Click Here