‘আমারও একটা চাই’, আবদার মিমির, পূরণ করলেন শাহরুখ! KKR-এর জার্সি হাতে পোজ সাংসদের
হলিউড সুপারস্টার হেনরি কেভিলের প্রেমে হাবুডুবু খান মিমি। তবে বলিউডে তাঁর পছন্দের নায়ক শাহরুখ খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে বহুবার মোলাকাত হয়েছে দুজনের। ‘পাঠান’ মুক্তির আগে ভালোবেসে শাহরুখের কাছে একটি আবদারও রেখেছিলেন মিমি। প্রশ্ন করেছিলেন, ‘আমাকে পাঠান ২-এর নায়িকা করবে?’ সেই প্রশ্নের জবাব টুইটারে পাননি তারকা সাংসদ। তবে নায়িকার দিন কয়েক আগের একটি আবদার পূরণ করল শাহরুখের দল।
সোমবার ইডেন গার্ডেনে পাঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কেকেআর। তার আগে শাহরুখের টিমের কাস্টমাইজড জার্সি হাতে পোজ দিলেন মিমি। সোনালি-বেগুনি রঙা জার্সির উপর বড় বড় হরফে খোদাই করা মিমি-র নাম। আসলে দিন কয়েক আগে নায়িকার এক সাংবাদিক বান্ধবী কেকেআরের কাস্টমাইজড জার্সি গায়ে চড়িয়ে ছবি আপলোড করেছিলেন। ব্যাস, সেটি নিজের টুইটারের দেওয়ালে রি-টুইট করে যাদবপুরের সাংসদ লেখেন, ‘আমারও একটা চাই’। সেই টুইট নজর এড়ায়নি কেকেআরের। তড়িঘড়ি নায়িকার জন্য জার্সি বানিয়ে তা উপহার হিসাবে দিল শাহরুখের দল।
ফ্লোরাল প্রিন্টেট জাম্পস্যুটে হাসি মুখে লেন্সবন্দি মিমি। কেকেআরের বেগুনি-সোনালি জার্সি হাতে ধরে পোজ দিলেন তিনি। কেকেআরের অফিসিয়্যাল টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করে লেখা হয়, ‘দারুণ লাগছে মিমি’।
কেকেআরের ম্যাচ ইডেনের গ্যালারিতে গ্ল্যামার জগতের তারকারা প্রায়ই ভিড় জমান। ঋতাভরী থেকে কৌশানি-বনি, নীল-তৃণা, সকলেই হাজির হন ‘করব, লড়ব,জিতব রে’ রব তুলতে। মিমির উপস্থিতি চোখে না পড়লেও মনেপ্রাণে কেকেআরের ভক্ত নায়িকা। আর এই সাপোর্টের পিছনের বড় কারণ দলের মালিক শাহরুখ খান, তা বলবার অপেক্ষা রাখে না।
চলতি মরসুমে প্লে-অফ দৌড়ে বেশ পিছিয়ে রয়েছে শাহরুখের দল। লিগ তালিকায় চোখ রাখলে দেখা যাবে আট নম্বরে রয়েছে নীতীশ রানার দল। সেরা চারটি দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। ফলে চার নম্বর দল হিসাবেও কোয়ালিফাই করতে চাইলে নিজেদের চারটি ম্যাচ জেতার পাশাপাশি রানরেটও ভালো করতে হবে কেকেআরকে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। ভাগ্য খুব প্রসন্ন হলে তবেই পরবর্তী পর্যায়ে পৌঁছাবে কেকেআর।
আশার কথা হল, আগামী চারটি ম্যাচের মধ্যে তিনটি ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে কেকেআর। সোমবারের পর বৃহস্পতিবার ইডেনে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা। এরপর ১৪ তারিখ চেন্নাইয়ের মাঠেই ধোনি বাহিনীর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কেকেআরকে। নাইট বাহিনীর লিগের শেষ ম্যাচটি আগামী ২০শে মে, প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্টস।
For all the latest entertainment News Click Here