‘আমায় বল না করতে দেওয়ার জন্য এসব করছ?’, জাদেজার সামনেই ভয়ঙ্কর অভিযোগ অক্ষরের
তৃতীয় স্পিনার হিসেবে দলে আছেন। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এমন বল করছেন যে বোলিংয়ের তেমন সুযোগই পেলেন না অক্ষর প্যাটেল। বিশেষত জাদেজা দুরন্ত ছন্দে থাকায় বোলিংয়ের তেমন সুযোগ পাননি। কারণ অক্ষরের মতো বল করেন জাদেজা। সেই বিষয়টি নিয়ে জাদেজার সঙ্গে খুনসুটি করলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার অক্ষর।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে ঝড় তোলেন অশ্বিন এবং জাদেজা। দ্বিতীয় দিনের শেষে যেখানে প্রতি-আক্রমণে ভারতকে চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া, সেখানে তৃতীয় সকালের ডুবে যান প্যাট কামিন্সরা। অশ্বিন এবং জাদেজার জুটির ঝড়ে এক উইকেটে ৬৫ রান থেকে ১১৩ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
সেই জুটির সৌজন্যে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভার বল করেন অক্ষর। যেখানে অশ্বিন বল করেন ১৬ ওভার। জাদেজা ১২.১ ওভার বল করেন। তবে শুধু দ্বিতীয় ইনিংস নয়, প্রথম ইনিংসেও তেমন বোলিংয়ের খুব সুযোগ পাননি অক্ষর। জাদেজা ও অশ্বিন যেখানে প্রথম ইনিংসে ২১ ওভার করে বল করেছিলেন, সেখানে অক্ষরের ভাগ্যে জুটেছিল মাত্র ১২ ওভার।
আরও পড়ুন: Jadeja’s record in IND vs AUS match: মাত্র ১২.১ ওভারে ৭ উইকেট- অস্ট্রেলিয়াকে দুমড়ে দিয়ে টেস্টে নজির জাদেজার
সেই ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই টিভিতে জাদেজার সঙ্গে কথা বলেন অক্ষর। যে জাদেজা ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১২.১ ওভারে ৪২ রানে সাত উইকেট নেন। তাঁরা দু’জনে কী কথা বললেন, তা দেখে নিন –
- অক্ষর: আজ আমাদের সঙ্গে স্যার রবীন্দ্র জাদেজা আছে। আমার মনে হচ্ছে যে আমায় চাহাল টিভি (যুজবেন্দ্র চাহাল এমন সাক্ষাৎকার নেন) চালু করতে হবে। আমায় মাইক ধরিয়ে দিচ্ছে। কিন্তু স্যার আমার তো বোলিং আসছেই না। অক্ষরকে বোলিং করতে দেবে না বলে এরকম বল করছ? কী মানসিকতা ছিল? (হেসে প্রায় গড়িয়ে পড়তে থাকেন অক্ষর)
- জাদেজা: পিচ এরকম হলে তো অবশ্যই ভালো লাগে। স্পিনারদের ভূমিকা আরও বেড়ে যায়। দায়িত্ব বেড়ে যায়। (স্টাম্পে বল রাখার) চেষ্টা করে গিয়েছি। ওদের (অস্ট্রেলিয়ার) যেরকম খেলোয়াড় আছে, তারা সুইপ, রিভার্স সুইপ মারতে পছন্দ করে। তাই স্টাম্পে বল রাখার চেষ্টা করে গিয়েছি। স্টাম্পে বল করার লাইনই ভালো বিষয়। তাহলে ওরা যে বলগুলি মিস করবে এবং যে বলগুলি নীচু হয়ে যাবে সেগুলি স্টাম্পে আছড়ে পড়বে। ভাগ্যবশত আজ সেটাই হয়েছে। পাঁচবার জোরে-জোরে স্টাম্পের আওয়াজ এসেছে। ওটাই চেষ্টা করছিলাম।
আরও পড়ুন: Ravindra Jadeja trolls Australians for sweep: এই পিচে আমায় সুইপ করতে যেও না! অজি ব্যাটারদের ‘রোগ’ দেখে খিল্লি জাদেজার
- অক্ষর: আমি পয়েন্টে ফিল্ডিং করছিলাম। দুম-দুম করে আওয়াজ আসছিল (হাসতে-হাসতে)।
- জাদেজা: খুব জোরে বল করছিলাম।
- অক্ষর: খুব জোরে বল করছিলে (হাসতে-হাসতে)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here