‘আমাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে আশা করি অনেককে অনুপ্রাণিত করতে পেরেছি’: নমিবিয়া অধিনায়ক এরাসমাস
শুভব্রত মুখার্জি: কোয়ালিফাইং রাউন্ডে থেকে সুপার-১২ তে পৌঁছালেও, এরপরে একটিও ম্যাচ না জিতেই নিজেদের দেশে ফিরে যাচ্ছেন নমিবিয়ার ক্রিকেটাররা। একটি ম্যাচও জিততে না পারার হতাশা তো রয়েইছে তবে নমিবিয়ার অধিনায়ক এরাসমাস মনে করেন তারা তাদের বিশ্বকাপ পারফরম্যান্স এর মধ্যে দিয়ে দেশের মানুষকে অনুপ্রেরণা যোগাতে পেরেছেন।
উল্লেখ্য নিজেদের শেষ ম্যাচে নমিবিয়া দল ভারতের বিরুদ্ধে ৯ উইকেটে হারের মুখ দেখেছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নমিবিয়ার ব্যাটাররা ভালো ব্যাট করলেও ভারতের ওপেনিং জুটি রোহিত, রাহুলের আক্রমণাত্মক ক্রিকেটের সামনে পড়ে অসহায় দেখিয়েছিল নমিবিয়ার বোলারদের। বিশ্বকাপে তাদের অভিযান সম্পর্কে বলতে গিয়ে নমিবিয়ার অধিনায়ক এরাসমাস জানান ‘দুটি ম্যাচের মধ্যে এতটাই কম সময় ছিল যে আমরা অভিজ্ঞতাকে উপভোগ করার সময়টুকুও পাইনি। আমরা যখন দেশে ফিরে যাব তখন আমরা উপলব্ধি করতে পারব কতটা ভালো ক্রিকেট আমরা খেলেছি। আমাদের থেকে অনেক শক্তিশালী প্রতিপক্ষদের আমরা হারাতে সমর্থ হয়েছি, তাদের সঙ্গে সমানে সমানে লড়াই করেছি।’
তিনি আরও যোগ করেন ‘ব্যক্তিগত বেশ কিছু পারফরম্যান্স আছে যা আমাদের এই পরিস্থিতিতে বড় পাওনা। যা পজিটিভ জিনিস হিসেবে সঙ্গে করে আমরা বাড়ি নিয়ে ফিরব। আশা করি আমাদের পারফরম্যান্স এর মধ্যে দিয়ে দেশের কিছু মানুষকে আমরা অনুপ্রাণিত করতে পেরেছি এই খেলাটিকে ভবিষ্যতের প্যাশন হিসেবে নেওয়ার বিষয়ে।’
For all the latest Sports News Click Here