আমাদের জন্য ‘থ্রেট’ হয়ে এসেছিল, দায়িত্বপালন না করেই চলে গেল: অভিজিৎ
তখনও খবরের ধাক্কা সামলে উঠতে পারেননি বলিউডের নামী গায়ক। হতচকিতভাবটা কাটেনি তখনও। বললেন, ‘একটু সময় দিন, তার পরে কথা বলছি।’ পরের বার ফোন ধরেই প্রথম কথা, ‘অভিজিৎ ভট্টাচার্য কারও তারিফ করে না চট করে। যদি না সে বিরাট বিরাট মাপের কোনও শিল্পী হয়। সেই তারিফটাই করব ওকে।’
মঙ্গলবার কলকাতা গানের অনুষ্ঠানে আচমকা অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে যান। সেখানে আরও অসুস্থ হয়ে পড়েন। তার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, সেখানে পৌঁছোনোর আগেই মারা গিয়েছেন এই গায়ক। (আরও পড়ুন: গান স্যালুটে শ্রদ্ধা জানানো হবে কেকে-কে, দ্রুত কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী)
ঘটনার রেশ কাটতে বহু দিন লেগে যাবে গায়কের অনুরাগীদের। রেশ কাটবে না বলিউড থেকেও। কেন কেকে’কে কখনও ভোলা যাবে না? অভিজিৎ ভট্টাচার্য বলছেন, ‘ও এসেছিল, আমাদের জেনারেশনের জন্য একটা ‘থ্রেট’ হয়ে। আমি-শানু-উদিত— আমরা তিন জন বলিউডের গানের জগতে বিরাট আকার নিয়ে ছিলাম। পরের প্রজন্মে আমাদের সামনে হঠাৎই চ্যালেঞ্জ হিসাবে চলে আসে কেকে। এত প্রতিভা নিয়ে ও এসেছিল, গোটা বলিউড কেঁপে যায়।’ (আরও পড়ুন: কেকে না থাকলেও রয়ে যাবে তাঁর সুর, শুনে নিন গায়কের জনপ্রিয় ১০টি গান)
আরও বেশ কয়েকটি কারণে বাকিদের থেকে অনেক আলাদা ছিলেন কেকে। এমনই মত অভিজিতের। বলেছেন, ‘ও নিয়মিত পড়াশোনা করত। পড়াশোনা, পরিবার এসব নিয়ে সময় কাটাতো। কোনও দিন কাজের বাইরে পরনিন্দা-পরচর্চা করতে কেউ দেখেননি ওকে।’ (আরও পড়ুন: ‘এখনকার সবচেয়ে সক্ষম গায়ক ছিল কেকে’, হিন্দুস্তান টাইমস বাংলাকে বললেন কুমার শানু)
তবে এটাই শেষ কথা নয়। এর পরে অভিজিৎ বলেন, ‘হালের বহু গায়ক-গায়িকাদের তো দেখি। একের পর এক বিতর্ক। YouTube-এ গান গেয়ে বিখ্যাত হয়েছেন। চলে গেলেন মঞ্চে গান গাইতে। আর তার পরে নেশা! মদ্যপান, ধূমপান তো ছেড়েই দিলাম— মাদকসেবন। এসব বিষয়ের মধ্যে কোনও দিন ছিল না কেকে। নতুন প্রজন্মের গায়ক হয়েও ও কোনও দিন এসব বিতর্কে জড়ায়নি। নেশা তো অনেক দূরের কথা।’
‘কিশোর কুমার, রফিজির পরে আমাদের প্রজন্ম বলিউডের গানের জগত শাসন করেছে। তার পরের প্রজন্মে যাঁরা উঠে এলেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারিতেই ছিল কেকে। যাঁর হাতে ছিল বলিউডের সঙ্গীতের অনেকটা দায়িত্ব, যাঁকে নিয়ে নতুন প্রজন্মের সঙ্গীত পরিচালকরা সুরের পরীক্ষানিরীক্ষার স্বপ্ন দেখে গিয়েছেন, সে আর রইল না। সব দায়িত্ব ছেড়ে চলে গেল।’ আঘাত সামলাতে সামলাতে বললেন অভিজিৎ।
For all the latest entertainment News Click Here