‘আমাদের ছুটি নেই’, হতাশ অনুরাগের ছোঁয়া’র দীপার মা
টিআরপির খেলায় বহুদিন ধরেই ভালো জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। এখানেই দুষ্টু কিন্তু আবার মজার চরিত্রে অভিনয় করছেন মল্লিকা মজুমদার। তাঁকে নায়িকা, দীপার সৎ মায়ের চরিত্রে দেখা যাচ্ছে। তিনি তাঁর নিজের মেয়ে, যে কিনা আবার দীপার বোন হওয়ার পাশাপাশি জা-ও বটে তাঁর জায়গা শ্বশুর বাড়িতে পাকাপোক্ত করতে নানা প্ল্যানিং প্লটিং করে থাকেন। আবার বেফাঁস নানা মন্তব্য করে কেসও খান। বাদ দেন না ভুলভাল কাজকর্ম করতে। ফলে তাঁর চরিত্রটি যতই ভিলেনের হোক না কেন, দেখতে ভারী মজাই লাগে। এ হেন অভিনেত্রী তাঁর এই ধারাবাহিকের চরিত্র নিয়ে মুখ খুললেন। নানা অজানা কথা জানালেন এই সময়কে।
সিরিয়ালে গল্প, চরিত্ররা আমাদের বাড়ির সদস্য হয়ে ওঠেন নিয়মিত দেখতে দেখতে এই গল্পগুলোর সঙ্গে আমরা একাত্ম হয়ে যাই। কিন্তু এর নেপথ্যে যে কত পরিশ্রম আছে, ভাবনা আছে সেটা কি কখনও ভেবে দেখি? এবার সেই দিকের কথাই উঠে এল অনুরাগের ছোঁয়ার নায়িকা দীপার সৎ মায়ের গলায়। অভিনেত্রী মল্লিকা মজুমদার জানালেন তাঁদের অফস্ক্রিনের নানা গল্প।
এক বছর পার করে ফেলল অনুরাগের ছোঁয়া। সেই প্রসঙ্গে মল্লিকা মজুমদার বললেন, ‘যে কোনও জিনিসেরই এক বছর হওয়া মানেই একটা বিশাল বড় ব্যাপার। একের পর ২,৩,৪,৫ সব আসে। কিন্তু আসলে ১টা অদ্বিতীয়, সেটার তুলনা হয় না।’ তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ‘এতগুলো দিন ধরে এতগুলো মানুষ একসঙ্গে পথ চলছি, এটা এক্সাইটিং। আবার আমার চরিত্র হিসেবে চ্যালেঞ্জিংও বটে!’
কিন্তু অনস্ক্রিনে এত কিছু, এত চরিত্র, কেউ কারও পক্ষে, কেউ কারও বিপক্ষে, কেউ কারও পিছনে ছুরি মারছে তো কেউ আবার কাউকে সমর্থন করছে। কিন্তু বাস্তবে তাঁদের মধ্যে সম্পর্ক কেমন? এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের জীবনের বেশির ভাগ সময়টা এখানে কাটাই। দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা এখানে থাকি আর বাকি ৪ ঘণ্টা বাড়িতে থাকি। তাই ২০ ঘণ্টার জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের কাছে খুব জরুরি। সেখানে রাগ, কান্না, অভিমান, খারাপ লাগা, ভালো লাগা সব আছে। কিন্তু একই সঙ্গে প্রেম ভরপুর আছে।’
তবে এই যে টানা ২০ ঘণ্টা কাজ চলে ক্লান্ত লাগে না? কাজের বিষয়ে অভিনেত্রী জানালেন একদম অন্য একটি কথা। সেখানে ক্লান্তি নেই, বরং বললেন, ‘১০২-১০৩ জ্বর নিয়ে শ্যুটিং করি। পা ব্যথা, তবুও খোঁড়াতে খোঁড়াতে শট দিতে গিয়েছি। শট দেওয়ার পরই চেয়ারে বসে পড়েছি। কারণ আমাদের তো ছুটি নেই। আর এই জড়িয়ে পড়াটা কেবল এখানে, এই পেশাতেই সম্ভব।’
For all the latest entertainment News Click Here