‘আমাদের গুরুত্বপূর্ণ সদস্য ছিল, কিন্তু এখন….’, পন্তকে নিয়ে মুখ খুললেন হার্দিক
দুর্ঘটনার পর এখনও হাসপাতালে আছেন ঋষভ পন্ত। কবে ফের ভারতীয় জার্সি গায়ে মাঠে নামবেন, তা নিয়ে ধোঁয়াশা আছে। যদিও আপাতত হার্দিক পান্ডিয়ারা সেসব নিয়ে কিছু ভাবছেন না। তাঁদের একটাই প্রার্থনা, পন্ত যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সঙ্গে হার্দিক জানালেন, ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পন্ত। কিন্তু এখন পরিস্থিতি কী, সেটা সবাই জানেন।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে হার্দিকের ভারত। টি-টোয়েন্টি সিরিজে পন্ত দলে না থাকলেও ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের তারকা ক্রিকেটারের দুর্ঘটনার প্রসঙ্গ উঠে আসে। হার্দিক বলেন, ‘যেটা হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল হিসেবে ওর দ্রুত আরোগ্য কামনা করছি। ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন কী পরিস্থিতি, সেটা সবাই জানেন।’
আরও পড়ুন: Rishabh Pant Health Update: ICU থেকে বেরোলেন পন্ত, তবে এখনও ধোঁয়াশা হাঁটু, গোড়ালির চোট নিয়ে
পন্তের অনুপস্থিতিতে ভারতীয় জার্সিতে অন্যান্য উইকেটকিপার-ব্যাটারদের সামনে নিজেদের প্রমাণ সুযোগ এসেছে বলে মনে করেন হার্দিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক বলেন, ‘অনেক খেলোয়াড় সুযোগ পেতে পারেন। ঋষভ যে মাপের খেলোয়াড়, তাতে ও যদি থাকত, তাহলে বড় পার্থক্য গড়ে দিত। কিন্তু ও খেলতে পারবে না। তাই ভবিষ্যতের জন্য কী অপেক্ষা করে আছে, তা দেখতে হবে।’
আরও পড়ুন: Rishabh Pant Health Update: ICU থেকে বেরোলেন পন্ত, তবে এখনও ধোঁয়াশা হাঁটু, গোড়ালির চোট নিয়ে
পন্তের দুর্ঘটনা
গত শুক্রবার উত্তরাখণ্ডের বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন পন্ত। নববর্ষের সময় মা’কে সারপ্রাইজ দিতে ফিরছিলেন। সেইসময় রুরকির কাছে ডিভাইডারে ধাক্কা মারে পন্তের গাড়ি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পন্তের গাড়িতে আগুন ধরে যায়। তবে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে এসে বরাতজোরে রক্ষা পান পন্ত। প্রাথমিকভাবে তাঁকে রুরকির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে ভারতীয় তারকার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: কী বলছেন! রঞ্জি চলাকালীন পন্তের দুর্ঘটনার খবরে আঁতকে উঠলেন ইশান- ভিডিয়ো
রিপোর্ট অনুযায়ী, আপাতত ঋষভকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। কিন্তু তাঁর হাঁটু এবং গোড়ালিতে কতটা চোট লেগেছে, তা নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা কাটেনি। বিষয়টি এখনও অস্পষ্ট। এখনও এমআরআই স্ক্যান করা যায়নি। তবে তারইমধ্যে কিছুটা স্বস্তিতে আছে ক্রিকেট মহল। কারণ যে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছিলেন পন্ত, তাতে আরও মারাত্মক চোট লাগেনি, তাতে স্বস্তি প্রকাশ করছেন সকলে।
For all the latest Sports News Click Here