‘আমাদের কিন্তু যে কেউ উইকেট নিতে পারে’, ফাইনালে উঠেই শেফালিদের ভয় দেখালেন হরমন
উইমেন্স প্রিমিয়র লিগের শুরু থেকে একতরফা দাপট দেখিয়ে আসে মুম্বই ইন্ডিয়ান্স। তবে লিগের একেবারে শেষ দিকে দিল্লির কাছে হেরেই এক নম্বরের মুকুট হাতছাড়া হয় হরমনপ্রীত কৌরদের। এমনকি নেট রান-রেটের নিরিখে দিল্লির কাছে পিছিয়ে পড়েই সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় মুম্বইয়ের।
তবে শেষমেশ এলিমিনেটরের বাধা টপকে চলতি উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে জায়গা করে নেয় মুম্বই। এলিমিনেটরে ইউপি ওয়ারিয়র্জকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার পরেই দিল্লি ক্যাপিটালসের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত। নিজেদের শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে বড়াই করে ঘুরিয়ে ভয় দেখালেন দিল্লির ব্য়াটারদের।
ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে ৭২ রানে ম্য়াচ জিতে উঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হরমনপ্রীত বলেন, ‘আমাদের হাতে শক্তিশালী বোলিং লাইনআপ রয়েছে। যে কেউ উইকেট নিতে পারে বলে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল।’
ফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দিল্লির বোলিংয়ের তুলনায় ব্যাটিং যে আরও বেশি শক্তিশালী, সেটা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে মেগ ল্যানিং ও শেফালি বর্মার ওপেনিং জুটি নিজেদের দিনে যে কোনও প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। সেকথা মাথায় রেখেই কি হরমনপ্রীত নিজেদের বোলিং শক্তি নিয়ে বড়াই করলেন? মুম্বই ক্যাপ্টেনের গলায় তেমন সুরই ধরা পড়ে। হতে পারে তিনি এলিমিনেটর ম্যাচের দিকে ইঙ্গিত করছেন। আসল উদ্দেশ্য যে, দিল্লির মনে ভয় ঢোকানো, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না।
For all the latest Sports News Click Here