‘আমাদের ওঁকে প্রয়োজন’, ৩৭ বছরের মদ্রিচ যেন অবসর না নেন, চান ক্রোয়েশিয়ার কোচ
শুভব্রত মুখার্জি: বর্তমান বিশ্ব ফুটবলে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়াতে কিছুটা হলেও যেন ঢাকা পড়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার তথা অধিনায়ক লুকা মদ্রিচ। সাম্প্রতিক সময়ের মিডফিল্ডের অন্যতম সেরা ফুটবলার তিনি। দেশকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইনালে টেনে তুলেছেন তিনি। যদিও অধরা রয়ে গিয়েছে শিরোপা জয়। উয়েফা নেশনস কাপের ফাইনালে হারতে হয়েছে ক্রোয়েশিয়াকে।
পেনাল্টি শ্যুট-আউটে স্পেনের কাছে ক্রোয়েশিয়া হারার ফলে ফের অধরা থেকে গিয়েছে লুকা মদ্রিচের দেশের জার্সিতে আন্তর্জাতিক ট্রফি জয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ৩৭ বছরের মদ্রিচ নেশনস লিগ ফাইনালে এই হারের পরেই হয়ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন। এমন আবহেই জাতীয় দলে তাঁর কোচ জালাটকো ডালিচ, মদ্রিচের কাছে আবেদন জানিয়েছেন তাঁর অবসরের সিদ্ধান্তকে স্থগিত রাখতে।
ডালিচের তরফে মদ্রিচকে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে এখনই অবসর না নেওয়ার আবেদন করা হয়েছে। ৩৭ বছরের রিয়াল মাদ্রিদ তারকা মদ্রিচ কয়েকদিন আগেই জানিয়েছিলেন, ‘ভবিষ্যত নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। সঠিক সময় আমি সেই সিদ্ধান্ত সকলকে জানাব।’ আর এই ঘটনার পরেই জল্পনা তুঙ্গে উঠেছিল মদ্রিচের আন্তর্জাতিক কেরিয়ার থেকে সম্ভাব্য অবসর নিয়ে। যাতে আপাতত জল ঢালার চেষ্টা করছেন জাতীয় দলে তাঁর কোচ ডালিচ।
বর্তমান ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক তিনি। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই রাশিয়া বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ক্রোয়েশিয়া। সেবার ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ ফলে হারতে হয়েছিল তাদের। এর ঠিক চার বছর বাদেও কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। সেখানেও আর্জেন্তিনার কাছে হেরে যান তারা। অপরদিকে মরক্কোকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছিল তারা।
এবার নেশনস কাপের ফাইনালেও উঠে মদ্রিচের ক্রোয়েশিয়াকে পেনাল্টি শ্যুট-আউটে হারতে হয়েছে স্পেনের কাছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে বড় ট্রফি জয় অধরাই থেকে গিয়েছে রিয়াল মাদ্রিদ তারকার। সামনেই রয়েছে ইউরো। সেখানে মদ্রিচের মতো ফুটবলারের স্কিল, অধিনায়কত্বের ক্ষমতাকে কাজে লাগাতে চান ডালিচ। তাই তিনি মদ্রিচকে অনুরোধ করেছেন অবসরের সিদ্ধান্ত স্থগিত রাখতে।
ডালিচ বলেন, ‘আমাদের ওঁকে (মদ্রিচকে) প্রয়োজন। আমরা এমন একটা জেনারেশন, যাঁদের কাজ এখনও শেষ হয়নি। ওঁকে বিশ্রাম নিতে দিন। তারপর না হয়ও আমাদের বলবেও কী ভাবছে। আমি চাইও এখনই অবসর নিয়ে না ভাবুক। সিদ্ধান্ত স্থগিত রাখুক। রাতটা ওঁর জন্য খুব ইমোশনাল একটা রাত ছিল।’ ২০০৬ সালে ক্রোয়েশিয়ার হয়ে অভিষেকের পরে এখনও পর্যন্ত ১৬৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
For all the latest Sports News Click Here