‘আমাদের অবস্থা এক!’, কোন বিষয়ে অমিতাভ আর ভিকির অবস্থায় এক? কী জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন এবং ভিকি কৌশলের মিল আছে? হ্যাঁ, তেমনটাই অমিতাভ বচ্চন জানালেন কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে। কী বললেন বিগ বি? রান্না করার বিষয়ে এই দুই অভিনেতা যে একদম এক সেটাই জানালেন শাহেনশাহ। ‘গোবিন্দ নাম মেরা’ ছবিতে শেষবার ভিকিকে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিলেন কিয়ারা আদবানি এবং ভূমি পেডনেকর। ‘উড়ি’ খ্যাত অভিনেতা এবার কৌন বনেগা ক্রোড়পতিতে আসতে চলেছেন। বসবেন হটসিটে।
সোনির তরফে কৌন বনেগা ক্রোড়পতির একটি প্রোমো ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘ অমিতাভ বাবু আমাদের তো মনে হতো আপনি ভালো রান্না করতে পারেন, কিন্তু একি! আপনার আর ভিকির অবস্থা যে এক!’
এই প্রোমো ভিডিয়োতে ভিকির সঙ্গে তাঁর সহ অভিনেত্রী কিয়ারা আদবানিকে দেখা গিয়েছে। তাঁরা একসঙ্গে এই শোতে আসবেন। অমিতাভ যখন অভিনেত্রীকে জিজ্ঞেস করেন যে তিনি রান্না করতে পারেন কিনা, তিনি উত্তর দেন, ‘ কখনও কখনও করি।’ অন্যদিকে ভিকি বলেন তিনি খালি চা বানাতে পারেন।
ভিকির উত্তর শুনে অমিতাভ তাঁর নিজের কথা ভাগ করে নেন। তিনি বলেন, ‘ আপনার আর আমার অবস্থা একদম এক। স্যার, আপনি তো তাও চা বানাতে পারেন আমি খালি জল গরম করতে পারি! একবার একা বিদেশে গেছি। তখন যেহেতু একা থাকতে হতো সেহেতু তখন শিখেছিলাম যে কী করে ডিম রান্না করতে হয়। ৭ দিন লেগে গিয়েছিল ঠিক করে বানাতে। কখনও এদিকে পড়ে যেত, কখনও ওদিকে।’ এই প্রসঙ্গে ভিকি বলেন, ‘ হ্যাঁ কখনও তো খোসা রান্নায় পড়ে যায়।’
গত শনিবার গোবিন্দ নাম মেরা ছবিটি মুক্তি পেয়েছে। এটি এখন ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে। এখানে কিয়ারা ভিকির প্রেমিকা হয়েছেন, আর ভূমি আছেন তাঁর স্ত্রীর ভূমিকায়। কিয়ারা এই অনুষ্ঠানে শাড়ি পরে এসেছিলেন, আর ভিকি স্যুট পরে এসেছিলেন।
For all the latest entertainment News Click Here