‘আমাকে সবাই মমতার ভাইপো ভেবে ভুল করে’: অভিষেক বন্দ্যোপাধ্যায়
হেডলাইন পরেই চমকে উঠলেন? ভাবছেন এ কেমন কথা! যদিও এটা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি। বরং এ কথা এসেছে অভিনেতা অভিষেক মুখোপাধ্যায়ের থেকে। আপাতত বলিউডের চেনা মুখ এই অভিনেতা। কাজ করেছেন স্ত্রী, আজীব দোস্তানা, পাতাল লোক আর এখন ভেড়িয়া-তে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে অভিনেতা অভিষেকের কাছে প্রশ্ন করা হয় তিনি কি জানেন এই একই নামে পশ্চিমবঙ্গে এক নেতা রয়েছেন, যিনি খুব জনপ্রিয়ও? আর তাতে জবাব আসে, ‘আমাকে অনেকসময়ই লোক টুইটারে ট্যাগ করে দেয় এটা ভেবে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। এটা খুব কমন একটা নাম।’ অভিষেক আরও জানান, বলিউডে এই একই নামের আরও একজন রয়েছেন, যিনি অনুষ্কা শর্মার ‘পরী’র স্ক্রিপ্ট লিখেছেন। এমনকী, অনেকে এটা ভাবে যে তিনি তাঁদের সঙ্গে কাজ করতে চান না বলে মিথ্যে কথা বলেন। অভিষেকের কথায়, ‘আমাকে সেই ওদের পুরোটা বোঝাতে হয় প্রমাণ দিয়ে। তবে আমি খুশি যে আমার নাম ধীরে ধীরে লোক জানছে। নিজের নাম নিয়ে খুব খুশি। কখনও বদলাতে চাই না।’
অভিষেকের বলিউড ইন্সপিরেশন অক্ষয় কুমার। দুজনেই এসেছেন দিল্লি থেকে। পছন্দের তারকার ব্যাপারে বলতে গিয়ে এই অভিনেতা জানান, ‘অক্ষয় কুমার আমার অনুপ্রেরণা। বড় হয়ে ওঠার সময় তিনিই ছিলেন আমার প্রিয় নায়ক। এর হিউমার আর কমিক টাইমিংয়ে দিল্লির ছাপ আছে। আমি সেটা অনুভব করতে পারি। আমি যেমন ভেড়িয়া করার সময় ভাবত অক্ষয় যদি থাকত এখানে কীভাবে অভিনয় করত। ব্যস ওটাই আমাকে ওয়ার্মআপ করে দিত। ’
অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’-তে অভিষেকের চরিত্রের নাম ছিল জানা ওরফে জেডি, এই চরিত্রই তিনি করেছিলেন শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’-তে। এইবার তিনি নেকড়েদের কাল্পনিক পৃথিবীতে কাজ করলে বরুণ ধাওয়ান আর কৃতি শ্যাননের সঙ্গে। এই প্রসঙ্গে অভিষেক বললেন, ‘আমি আমর কৌশিকের কাছে কৃতজ্ঞ আমাকে আমারই করা চরিত্র রিপিট করার সুযোগ দিয়েছিলেন তিনি ভেড়িয়া-ইউনিভার্সে। মার্ভেল, অভেঞ্জার্সের মতো সিনেমায় এমনটা অনেক হয়েছে, কিন্তু বলিউডে এই প্রথম। আমি তো খুব ভয়ে ছিলাম এটা নিয়ে। একই চরিত্র নতুন প্রেক্ষাপটে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জটা ’
For all the latest entertainment News Click Here