‘আমাকে রোজ মারধর করত’, সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজের ‘ভয়ানক’ অভিজ্ঞতা রণবীরের!
কাপুর পরিবারের চার নম্বর প্রজন্মের তারকা তিনি। বংশ পরম্পরা মেনেই পা রেখেছেন বলিউডে। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন রণবীর কাপুর। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। রণবীর-আলিয়ার বিয়ের রেশ কাটতে না কাটতেই তাঁদের সন্তানের আগমন বার্তা মিলেছে। সেই নিয়ে হইচই কাণ্ড।
এইসবের মাঝেই আচমকা ভাইরাল রণবীরের এক পুরোনো সাক্ষাৎকার। যেখানে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন ঋষি-পুত্র।
সঞ্জয় লীলা বনশালিরই ছবি ‘সাওরিয়া’ (২০০৭) দিয়ে অভিনয় শুরু করেন রণবীর। বিপরীতে সোনম কাপুর। তবে এটা অনেকেই জানেন না বনশালির সঙ্গে রণবীরের অ্যাসোশিয়েশন আরও পুরোনো। ‘ব্ল্যাক’ সিনেমায় বনশালির সহকারী পরিচালক ছিলেন রণবীর। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রণবীর জানান, ‘আমাকে সেটে কোনও সুবিধে দেওয়া হত না। সঞ্জয় স্যার সবার সাথে যেমন ব্যবহার করতেন, আমার সাথেও তেমনই করতেন। এমনকী বহুক্ষণ নিল ডাউন করিয়ে রাখতেন। মারধর করতেন, গালাগালি করতেন… আমার মনে হয় ওই শক্ত ব্যবহারের জন্যই আমি আজ পৃথিবীর সাথে লড়াই করার ক্ষমতা পেয়েছি।’
গত চার বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব রয়েছেন রণবীর। শেষবার সঞ্জু ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে ২০২২ সালটা ধামেকেদার বছর আরকে-র জন্য। চলতি মাসেই মুক্তি পাবে ‘শামশেরা’, এরপর ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘রালিয়া’ জুটির ‘ব্রহ্মাস্ত্র’। পাঁচ বছরের অপেক্ষা শেষে রুপোলি পর্দায় ধরা পড়বে মিঁয়া-বিবির রোম্যান্স।
For all the latest entertainment News Click Here