‘আমাকে যদি কেউ আউট করে…’, মানকাডিং নিয়ে কড়া প্রতিক্রিয়া হার্দিক পান্ডিয়ার
চুলোয় যাক স্পিরিট অফ ক্রিকেট, যদি কোনও ব্যাটসম্যান অন্যায় সুবিধা নিতে চান, তবে নন-স্ট্রাইকার প্রান্তে তাঁকে রান-আউট করার জন্য বোলারের দু’বার ভাবা উচিত নয়। মানকাডিং বিতর্কে আইসিসির নিয়মকে সামনে রেখে এমনই স্পষ্ট মতামত জানালেন হার্দিক পান্ডিয়া।
মানকাডিংয়ের নৈতিকতা নিয়ে সাম্প্রতিক সময়ে চর্চা হয়েছে বিস্তর। কখনও আইপিএলে বাটলারকে অশ্বিনের মানকাডিং করা নিয়ে সমালোচনা হয়েছে। আবার কখনও চার্লি ডিনকে দীপ্তি শর্মার নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট করা নিয়ে চায়ের কাপে তুফান উঠেছে। তবে হার্দিক মনে করছেন, এই বিষয়ে অহেতুক হৈচৈ করা উচিত নয়। কেননা ক্রিকেটের স্পিরিট নিয়ে প্রশ্ন উঠলে নিয়মটাই তুলে দেওয়া উচিত।
আরও পড়ুন:- IND vs PAK: নাসেরের মুখে ‘মিথ্যা কথা’ বসিয়ে ICC ও BCCI-কে তোপ পাক সমর্থকের, তুলোধনা করলেন ব্রিটিশ তারকা
আইসিসি রিভিউ-এর সাম্প্রতির সংস্করণে পান্ডিয়া এই প্রসঙ্গে বলেন, ‘ আমাদের এই বিষয়ে (নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট) অযথা হৈচৈ বন্ধ করা উচিত। সহজ কথা হল, এটা একটা নিয়ম। চুলোয় যাক স্পিরিট অফ ক্রিকেটের প্রসঙ্গ। যদি স্পিরিট নিয়ে প্রশ্ন থাকে, তাহলে নিয়ম তুলে দেওয়া উচিত।’
আরও পড়ুন:- IND vs PAK: কোহলি-হার্দিককে নিয়ে মাতামাতি, তবে পাকিস্তান ম্যাচেই ভারতের হয়ে দুর্দান্ত রেকর্ড গড়েন ভুবনেশ্বর
পান্ডিয়া আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমার মানকাডিং নিয়ে কোনও আপত্তি নেই। আমাকে যদি কেউ আউট করে, আমি সোজা মাঠ ছাড়ব। এতে বোলারের কোনও দোষ নেই। এটা আমার দোষ, বোলারের নয়। যে অন্যায় সুবিধা নিচ্ছে, নিয়ম মেনে তাকে আউট করা অন্যায় নয়।’
For all the latest Sports News Click Here