‘আমাকে নিয়ে এত নোংরামি করবেন না, আমার মেয়ের বয়স ১৭’, তোপ শ্রীলেখা মিত্রর
সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট শেয়ার করে থাকেন শ্রীলেখা মিত্র। সেগুলোর কোনওটায় থাকে শাসক দলের দিকে তির্যক খোঁচা, কোনওটায় থাকে হাস্যরস আবার কোনওটায় বা ‘দুষ্টুমি’। হালকা চালে নিজের ফেসবুকের বন্ধুদের সঙ্গে গল্পেও মজেন অভিনেত্রী। আর এসব পোস্টের কারণেই তিনি বেশিরভাগসময় চলে আসেন খবরে। এর আগেও তাঁকে নিয়ে হওয়া সংবাদ, বিশেষ করে সংবাদের শিরোনাম নিয়ে আপত্তি তুলেছিলেন। তবে এবার সরাসরি মিডিয়ার দিকে ছুঁড়ে দিলেন অনুরোধ। শ্রীলেখার সাফ কথা, তাঁকে নিয়ে ‘আপত্তিজনক ও কুরুচিকর শিরোনাম’ যেন বন্ধ হয়।
সোমবার ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ সিনেমার প্রদর্শনীতে হাজির ছিলেন শ্রীলেখা। আর সেখানে অনুষ্ঠান শেষে বাংলাদেশ মিডিয়ার মুখোমুখি হন। বাংলাদেশ মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই দেশের কিছু ভুয়ো নিউজ পোর্টাল আমাকে নিয়ে চটকদার নানা শিরোনাম করে। দয়া করে আপনারা এই ধরনের খবর করবেন না। আমার ১৭ বছরের একটা মেয়ে আছে। আপনারা আমাকে নিয়ে আর আপত্তিকর শিরোনামে খবর করবেন না আশা করি। বাংলাদেশ আমার বাবার দেশ, আমি চাই না কেউ এই দেশ নিয়ে খারাপ কথা বলুক।’
এবং ছাদ ছবিটি-তে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার কুর্সিও সামলেছেন শ্রীলেখা। উচত্তর কলকাতার একটি ছাদ নিয়ে এই ছবির গল্প। সিনেমায় শ্রীলেখার দেখা মিলেছে এক হাউজওয়াইফের চরিত্রে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করেছিল এই শর্ট ফিল্মটি।
তবে ঢাকা চলচ্চিত্র উৎসবে শ্রীলেখার ছবি বাছাই করা হলেও, জায়গা পায়নি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই নিয়ে একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছেন অভিনেত্রী। ফেসবুকে লিখেছিলেন, ‘নন্দন আমার ছবি দেখায়নি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার ছবি জায়গা পায়নি। কিন্তু বাংলাদেশ সাদর অভ্যর্থনা জানিয়েছে। উৎসবে শুধু না দেখানো নয়, শাসকদলের একটা অংশ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও করেছে। রীতিমতো ট্রোল করা হয়েছে এটা বলে, ‘এ বাবা শ্রীলেখার ছবি উৎসবে আমন্ত্রণ পেল না!’ তবে ঢাকা আমাকে সেই সুযোগ করে দিয়েছে। এই অনুভূতি বলে বোঝানোর নয়।’
উৎসবে শ্রীলেখার সাজে ছিল আপাদমস্তক বাঙালিয়ানা। শাড়ি গয়নায় এক্কেবারে সনাতনী সাজে ঢাকা চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন তিনি।
For all the latest entertainment News Click Here