‘আমাকে ডাকেও না’, কিফের মঞ্চে ব্রাত্য অনিন্দ্য, ‘গুঁতো’র ভয়ে যান না সুদীপ্তা
বৃহস্পতিবার ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে টলিউড জুড়ে ছিল সাজোসাজো রব। শাহরুখ থেকে অমিতাভ, জয়া থেকে রানি, মহেশ ভাট থেকে কুমার শানু- বলিউডের রথী-মহারথীদের কাছ থেকে দেখতে ভিড় জমিয়েছিলেন টলিপাড়ার সেলেবরা। শুভশ্রী, শ্রাবন্তী, দেব-রুক্মিণী, মিমি থেকে ছোটপর্দার তৃণা, নীল-সহ আরও অনেকেই হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে। কেউ সরাসরি মঞ্চে বসবার সম্মান পেলেন তো কেউ একদম প্রথমসারির দর্শকাসনে। তবে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে নাকি আমন্ত্রণ পাননি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
‘গাঁটছড়া’র রাহুল এমনিতে স্পষ্টবক্তা হিসাবেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনে শাসকদলের সমালোচনা করতেও ছাড়েন না তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অভিনেতা খানিক ব্যাঙ্গের সুরেই লেখেন, কিফের মঞ্চে তাঁকে কেউ ডাকে না। অনিন্দ্য লেখেন, ‘একজন অভিনেতা বন্ধু হোয়াটসঅ্যাপ করলো কি রে কোথায় বসে আছিস? স্টেজের কাছে? আমি ব্যালকনিতে। আমি লিখলাম এইতো খাটে ! শুয়ে শুয়ে সিনেমা দেখছি , ছুটি পেলাম হুট করে, ল্যাদ খাচ্ছি।
জিজ্ঞেস করলো তাহলে Kiff ??? আমি উত্তর দিলাম। আমাকে ডাকেও না আর আমিও কোনোদিন একে ওকে তাকে পাস চেয়ে উঠতে পারি না। তুই ওখানে শাহরুখকে দেখ আমি এখানে একটু নেটফ্লিক্স দেখি।’
এমনিতে সপ্তাহের ছয় দিন শ্যুটিংয়ের ব্যস্ততা। তবে কিফের উদ্বোধনী অনুষ্ঠানের জেরে বৃহস্পতিবার টেলিপাড়ায় শ্যুটিং-এর ঝাঁপ বন্ধ ছিল। নিজের এই স্টেটাসে এক ঢিলে দুই পাখি মারলেন অনিন্দ্য, বলছেন নিন্দকরা। আচমকা শ্যুটিং বন্ধ রাখা নিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী। অনিন্দ্যর পোস্টের কমেন্ট বক্সে সবচেয়ে বেশি নজর কাড়ল সুদীপ্তার মন্তব্য।
অভিনেত্রী জানালেন, কেন আমন্ত্রণপত্র পেয়েও কিফের উদ্বোধনী অনুষ্ঠান থেকে দূরেই থাকতে ভালোবাসেন তিনি। ছবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন সুদীপ্তা। তিনি লেখেন, ‘আমিও বাড়িতে, ল্যাদ মুডে। আমাকে অবশ্য একটা কার্ড পাঠিয়েছেন ওঁরা, প্রতিবারই পাঠান, তবে ওই ‘Floor’ কার্ড নিয়ে একবার পৌঁছে গিয়ে বড় বিপত্তি ঘটেছিলো। ‘Floor’ কার্ডধারী কয়েক হাজার মানুষের সঙ্গে গুঁতোগুঁতি করে ঢুকে সবার পিছনে দাঁড়িয়ে (বসার জায়গা পাইনি) লাফিয়ে লাফিয়ে খানিক অনুষ্ঠান দেখার চেষ্টা করে বিফল হয়ে বাড়ি ফিরেছিলাম। পার্কিং স্টিকার না থাকায় আমার গাড়িক চালককে ওই অতক্ষণ ধরে গাড়ি নিয়ে গোটা চত্বরে মেরি-গো-রাউন্ড খেলতে হয়েছিল। তাই কার্ড এলেও আর যাবার রিস্ক নিই না।’
বাংলা টেলিভিশনের অপর পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। তবে গেরুয়া শিবিরের লোক তিনি। জগদ্ধাত্রীর মা-ও সেই কারণেই নাকি ব্রাত্য অনুষ্ঠানে। অভিনেত্রী জানান, ‘আমাকেও ডাকেনি। যে বছর আমার একটা ছবি ফেস্টিভ্যালে ছিল সেবারও ডাকেনি আমাকে। হ্যাবিটাট দিল্লি থেকে বিলু রাক্ষসের জন্য ডেকেছিল, অ্যাক্সিডেন্ট ছবিটার জন্য কেরালা থেকে আমন্ত্রণ ছিল, ব্রিজ ছবির জন্য লন্ডন থেকে আমন্ত্রন ছিল, কিন্তু এখানে ডাকেনি। কারণ এখন একটা আছে, কিন্তু যখন ছিল না তখনও ডাকেনি। ভাই চিন্তা করিস না, দিদি-ভাই দুজনে মিলে কান মুলবো থুড়ি একেবারে কানসে যাব’।
For all the latest entertainment News Click Here