‘আমরা মাঠে নিজেদেরকে ছোট করেছি,’ হারের কারণ জানালেন LSG–র ক্যাপ্টেন কেএল রাহুল
২০২২ আইপিএল-এ আত্মপ্রকাশ করেছে লখনউ সুপার জায়ান্টস। তবে এ বছরে তাদের যাত্রা এলিমিনেটর ম্যাচেই শেষ হয়ে যায়। এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৪ রানে পরাজিত হয় কেএল রাহুলরা। এরপরেই আইপিএল-এর ১৫তম মরশুমে লখনউ-এর সব আশা শেষ হয়ে যায়। পুরো টুর্নামেন্টে ভালো পারফর্ম করেও দলটি এলিমিনেটর ম্যাচে ভালো করতে পারল না। কী কারণে দলকে হারের মুখে পড়তে হয়েছিল। ম্যাচের পরে এর উত্তর দিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল ম্যাচের পরে বলেন, ‘আমি মনে করি, আমরা কী কী কারণে জিততে পারিনি সেটা কিন্তু বেশ পরিষ্কার। আমরা মাঠে নিজেদেরকে ছোট করেছি। সহজ ক্যাচ ড্রপ করে কখনই ম্যাচ জেতা যায় না। স্পষ্টতই এমন অবস্থায় পার্থক্য গড়ে দিয়ে পতিদার এমন ইনিংস খেলেছেন। যখন সেরা তিনের মধ্যে কেউ সেঞ্চুরি করেন, তখন সেই দল বেশিভাগ সময়ে জেতে। তারা সত্যিই ভালো খেলেছিল এবং আমরা মাঠে খারাপ ছিলাম।’
ক্যাপ্টেন কেএল রাহুল আরও বলেন, ‘আমরা অনেক ইতিবাচক জিনিস নিয়ে ফিরব। এটি একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। আমরা অনেক ভুল করেছি, প্রতিটি দলই এটা করে। চেষ্টা করতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। এটি একটা তরুণ দল। তারা তাদের ভুল থেকে শিক্ষা নেবে। ঘরে ফিরে যাবে এবং তারা আরও ভালো খেলোয়াড় হওয়ার চেষ্টা করবে। মহসিন সবাইকে দেখিয়েছে সে কতটা ভালো এবং তার মধ্যে কতটা দক্ষতা রয়েছে।’
জানিয়ে দেওয়া যাক লখনউয়ের দল রজত পতিদারের তিনটি ক্যাচ এবং দীনেশ কার্তিকের একটি ক্যাচ ছেড়েছিল। হাফ সেঞ্চুরি করার পেরে রজত পতিদারের প্রথম ক্যাচ মিস হয়। সেই সঙ্গে মাত্র কয়েক রান করার পরেই দীনেশ কার্তিক ক্যাচ তুলেছিলেন, যেটি মিস করে লখনউ। পরে যেভাবে দুজনেই ম্যাচ শেষ করেন এবং দলের হয়ে ২০০ রান ক্রস করেন তাতেই দুই দলের পার্থক্য গড়ে গিয়েছিল। কেএল রাহুলের মতে এটাই হল লখনউ সুপার জায়ান্টসের পরাজয়ের প্রধান কারণ।
For all the latest Sports News Click Here