আমরা এমনটা করতাম না- জনির আউট প্রসঙ্গে অজিদের গেম স্পিরিট নিয়ে স্টোকসের প্রশ্ন
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ৪৩ রানের জয়কে ছাপিয়ে যাচ্ছে জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিং-এর আলোচনা। অজিরা কি ঠিক করেছেন। অ্যালেক্স ক্যারি কি এটা ঠিক করেছেন। আসলে ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডের ব্যাটিং-এর দ্বিতীয় ইনিংসের ৫১.৬ ওভারে। ক্যামেরন গ্রিনের বলটি লো বাউন্স করে অ্যালেক্স ক্যারির হাতে চলে যায়। সেটি ছিল ওভারের শেষ বল। বলটি ব্যাটে লাগাতে পারেননি জনি বেয়ারস্টো। বলটি অ্যালেক্স ক্যারির হাতে যেতেই বেয়ারস্টো ভাবেন ওভার শেষ হয়ে গিয়েছে এবং বলটিও ডেড হয়ে গিয়েছে। সেই ভেবেই নিজের ক্রিজ ছেড়ে বেন স্টোকসের সঙ্গে কথা বলতে এগিয়ে যান বেয়ারস্টো। সেই সময়ে অ্যালেক্স ক্যারি বলটি উইকেটের দিকে ছুঁড়ে দিয়েছিলেন। সেই বলটি গিয়ে উইকেটে হিট করে এবং ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ব্রিটিশ উইকেটরক্ষক।
ঠিক তখনই আউটের জন্য আবেদন করতে থাকেন অজি ক্রিকেটাররা। মাঠে থাকা আম্পায়াররাও চমকে যান। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। ততক্ষণে সেলিব্রেশন মুডে চলে গিয়েছে অজি ক্রিকেটাররা। মাঠে থাকা আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। তৃতীয় আম্পায়ার রান আউটের সিদ্ধান্ত নেন। এমন ভাবে আউট হওয়ায় কিছুটা হলেও অবাক হয়ে যান বেয়ারস্টো সহ গোটা ইংল্যান্ড দল। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার তখন ২২ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফিরে যান। এই আউট নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করেন অস্ট্রেলিয়া দল এটা ঠিক করেনি।
এই আউটের প্রসঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস মুখ খুলেছেন। তিনি বলেছেন যে তিনি সেই পরিস্থিতিতে থাকলে আপিল প্রত্যাহার করে নিতেন। ম্যাচের পরে বেন স্টোকস বলেন, ‘জনি তাঁর ক্রিজে ছিলেন না, তিনি সেই সময়ে ক্রিজের বাইরে কথা বলার জন্য এসেছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমি বিতর্ক তৈরি করতে চাই না যে এটি আউট ছিল কি না, কারণ এটি আউট ছিল। আমি কি এই পদ্ধতিতে একটি খেলা জিততে চাই? আমার উত্তর হবে না।’
খেলোয়াড়রা লাঞ্চের জন্য চলে যাওয়ার সময় লং রুমে উসমান খোয়াজা এবং লর্ডস সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়, যার জন্য মেরিলেবোন ক্রিকেট ক্লাব পরে ক্ষমা চেয়েছিল। কামিন্স এই বিষয়ে বলেছিলেন যে তিনি বেয়ারস্টোর ঘটনাটিকে ‘ফেয়ার প্লে’ বলে মনে করেন। কামিন্স বলেছেন, ‘এটা নিয়ম। আমি এটাকে আমি এভাবেই দেখেছি।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ওভারের শুরুতেই বেয়ারস্টোকে মাঝে মাঝেই ক্রিজ ছেড়ে যেতে দেখেছেন ক্যারি।
For all the latest Sports News Click Here