‘আমরা একটা পরিবার, কোনও বিতর্ক নেই’, ২ ব্যোমকেশ শিবিরের দ্বন্দ্ব নিয়ে অকপট দেব
দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ প্রথম থেকে সবসময়ই চর্চার মধ্যে থেকেছে। এর প্রধান কারণ হল একই গল্প নিয়ে সৃজিত মুখোপাধ্যায় ওয়েব সিরিজ বানিয়েছেন। সিনেমা এবং সিরিজের মধ্যে কোনটা সেরা হয়, ব্যোমকেশের দুই শিবিরের মধ্যে টক্কর কতটা জমে সেটা দেখার জন্যই মুখিয়ে ছিলেন সকলেই। কিন্তু আপাতত সেই আশায় জল ঢেলেছেন দুই ব্যোমকেশ শিবির।
মাঝে শোনা যাচ্ছিল একই সময় মুক্তি পাবে ২ ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। কিন্তু পরে দর্শকদের কথা ভেবে এবং অবশ্যই টলিউডের কথা ভেবে সিদ্ধান্ত বদল করা হয়। অগাস্টে দেবের ছবিটি মুক্তি পাবে, অন্যদিকে পুজোর সময় হইচই প্ল্যাটফর্মে আসবে সৃজিতের সিরিজ।
সিনেমা-সিরিজের রিলিজের সময় বদলালেও এদিন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির ট্রেলার লঞ্চে সকলে এক অনন্য ঘটনার সাক্ষী রইলেন। দেবের ব্যোমকেশের ট্রেলার লঞ্চে এলেন সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর ব্যোমকেশের টিম, অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং শ্রীকান্ত মোহতা। এই বিরল দৃশ্য দেখে সকলেই অভিভূত। টলিউডের এমন একতা দেখে সকলেই যেমন খুশি তেমনই বিশেষ বার্তা দিলেন অভিনেতারা।
আরও পড়ুন: ‘কখনও টলিউডের একতা নিয়ে সন্দেহ হলে…’ ব্যোমকেশের ট্রেলার লঞ্চে বিশেষ বার্তা বিরসা-রুক্মিণীর
দেব এদিন মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমি দ্বন্দ্ব চাই না। আমি সবসময়ই বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসি। আমি শুধু জানি দ্বন্দ্ব যেমন সিনেমার ক্ষতি করবে তেমনই সিরিজের। আমি চাই ব্যোমকেশ যখন সিরিজ হিসেবে মুক্তি পাবে সেটা যেন সফল হয়, আমার কাছে সেটা প্রাপ্তি হবে। আবার আমাদের ছবি যখন মুক্তি পাবে সেটাও যেন সকলের ভালো লাগে। এতদিন যে তর্ক বিতর্ক চলছিল সেটাকে এবার উত্তর দেওয়ার জন্য, আপনাদের সকলকে জানানোর জন্য বলছি আমাদের মধ্যে কোনও তর্ক বিতর্ক নেই। আমরা একটা পরিবার। আমাদের চাওয়া একটাই। আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, বাংলা ছবি আরও বেশি ব্যবসা করুক।’
For all the latest entertainment News Click Here