‘আমরা অমর, আকবর, অ্যান্টনি’-ঘুরিয়ে কি সেকুলারিজমের পাঠ পড়ালেন ‘পাঠান’ শাহরুখ
বক্স অফিসে সুনামির ঢেউ তুলে, দুর্দান্ত সাফল্যের পর এই প্রথমবার কোনও পাবলিক ইভেন্টে ছবির সমস্ত কলাকুশলীরা ধরা দিলেন। উপস্থিত ছিলেন স্বয়ং পাঠান ওরফে শাহরুখ খান এবং তাঁর সহ অভিনেতারা, অর্থাৎ দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এই অনুষ্ঠানেই কিং খান মনমোহন দেশাইয়ের জনপ্রিয় ছবি অমর-আকবর-অ্যান্টনির সঙ্গে নিজেদের তুলনা করলেন। এই অনুষ্ঠানেই অভিনেতা তাঁদের চরিত্রের কথা বলেন, এবং একই সঙ্গে বোঝান ইগো কতটা খারাপ জিনিস। এই ছবিতে যা দেখানো হয়েছে সবটাই বিনোদনের উদ্দেশ্যে।
এই অনুষ্ঠানে অভিনেতাদের সঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দও উপস্থিত ছিলেন। মিডিয়া এবং দর্শকদের সঙ্গে এই ছবির সাফল্য উদযাপন করলেন তাঁরা। শাহরুখ খান এদিন বলেন, ‘সবার উদ্দেশ্যই এক। আমরা যেন সবাই আনন্দ, খুশি, ভাতৃত্ববোধ ছড়িয়ে দিতে পারি সবার মধ্যে। আমি যতই ডর বা বাজিগরে নেতিবাচক চরিত্রে অভিনয় করি না কেন, জন কোনও ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করুক না কেন এটার মানে এটা নয় যে আমরা খারাপ। আমরা একটা চরিত্রে অভিনয় করছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আমরা ছবিতে কিছু বলে থাকলে সেটা কারও সেন্টিমেন্টে আঘাত করার জন্য বলি না। এটা কেবলই বিনোদনের একটা মাধ্যম।’
এর আগে পাঠান নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। অনেকেই এই ছবির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, বলেছেন ছবিটি নাকি তাঁদের সেন্টিমেন্টে আঘাত করেছে। মূলত পাঠান ছবি বেশরম রং গানটি মুক্তি পাওয়ার পর নানা বিতর্কের জন্ম হয়েছিল। এদিন যেন প্রকারান্তরে অভিনেতা সেটাকেই নিশানা করে কথাগুলো বলেন।
বাদশাহ এদিন আরও বলেন। তাঁর কথায়, ‘আমরা একে অন্যকে ভালোবাসি। আমরা একে অন্যের সঙ্গে মজা করি। মজা, বিনোদন এমনই হওয়া উচিত। এটাকে সিরিয়াসলি নেওয়ার মতো কিছু হয়নি। আমরা সবাই এক। আমরা সবাই একে অন্যকে ভালোবাসি এবং ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। এই হচ্ছে দীপিকা ও হল অমর, আমি শাহরুখ খান আমি হলাম আকবর। আর ও হল জন, ও অ্যান্টনি। আর এটা নিয়েই তো সিনেমা।’ তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কোনও কিছুতেই কোনও ফারাক নেই। না সংস্কৃতি না জীবনের অন্য কোনও মাপকাঠিতে। আমরা আপনাদের ভালোবাসি। তাই আমরা সিনেমা বানাই।’ প্রিয় অভিনেতার থেকে এমন কথা শোনার পর দর্শকরা সকলেই আনন্দের সঙ্গে হাততালি দিয়ে ওঠেন।
For all the latest entertainment News Click Here