‘আমরাও হিসেব নেব’, নামী আবাসনে কুকুরের গণহত্যায় গর্জে উঠলেন শ্রীলেখা-দেবলীনা
দক্ষিণ কলকাতার একটি নামী অ্যাপার্টমেন্টে ফের কুকুর মৃত্যুর ঘটনা ঘটল। তাও একটা দুটো নয়। একসঙ্গে অনেকগুলো। এরপরই ফের সরব হতে দেখা যায় ‘পারিয়া’ শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্তকে।
শ্রীলেখা মিত্র এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি প্রথম প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, ‘এনআরএস এবং ডায়মন্ড সিটির কান্ডের পর জেনেক্স ভ্যালিতে হণহত্যা। না, না, মানুষের বাচ্চা নয় রাস্তার নেড়ি কুত্তার বাচ্চা। প্রত্যেকটা বাচ্চার মৃত্যুর হিসেব আমরা নেব তৈরি থেকো’। তিনি আরও লেখেন, ‘ যাঁরা ভাবছেন মানুষকে উসকে দিচ্ছি তাঁরা তাই ভাবুন। আর যে রাজনৈতিক দলই এসে ট্রোল করুক না কেন, তাঁদের বলছি বেশ করেছি।’
তাঁর পোস্ট দেখে এটা স্পষ্ট যে ঘটনাটি জেনেক্স ভ্যালি নামক একটি নামী আবাসনে ঘটেছে। তবে শ্রীলেখা একা নন, দেবলীনা দত্তও এই বিষয় নিয়ে গর্জে উঠেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখার পোস্ট শেয়ার করে লেখেন, ‘মানুষের বাচ্চারা এই পোস্ট মিস করো না। বিশেষ করে যারা ভয়ঙ্কর ভাবে নিকৃষ্ট বলে মনে করো কুকুর জাতীয় প্রাণীদের, তারা দেখে নাও উন্নত মানব জাতির উন্নত কীর্তিকলাপ। তোমাদের মৃত্যু ঠিক কীভাবে হতে পারে সেটার আন্দাজ পাবে এখান থেকে। আবারও বলছি কর্ম কাউকে ছাড়ে না।’
শ্রীলেখা এদিন ফেসবুকে এসে বলেন, ‘আবারও গণহত্যা। না মানুষের নয়, কুকুরের। মানুষের হলে তো এতক্ষণে হইহই রইরই পড়ে যেত। জোকার জেনেক্স ভ্যালিতে কয়েকটি কুকুর বাচ্চাকে বিষ খাইয়ে মারা হয়েছে। ওরা হয়তো মানুষের জন্য ভীষণ অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এদের মধ্যে একজন বেঁচে আছে। বাকিরা মারা গেছে। কী করেছিল ওরা? ভাববেন না আপনারা পার পেয়ে গেলেন।’
শ্রীলেখা মিত্র এই পোস্ট করার পর সেটা ভাইরাল হয়। অনেকেই গোটা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বহুবার অভিনেত্রীকে পথ কুকুরদের জন্য লড়াই করতে দেখা গিয়েছে। তিনি মাঠে নেমে রীতিমত ওদের জন্য কাজ করেন।
তবে এবার খালি বাস্তবের মাটিতে নয়। পর্দাতেও তিনি কুকুরদের জন্য লড়াই করবেন। আগামীতে তাঁকে তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি পারিয়াতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে বিক্রম চট্টোপাধ্যায় এবং অঙ্গনা রায় থাকবেন। এখানেও পথ কুকুরদের কথা, তাদের উপর হওয়া অত্যাচারের গল্প উঠে আসবে।
For all the latest entertainment News Click Here