আমনার দেশের ডিফেন্ডারকে পেতে মরিয়া ইস্টবেঙ্গল, কথা চলছে এল খায়াতির সঙ্গেও
আইএসএলে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গী শুধুই ব্যর্থতা। তবে এ বার সেই ব্যর্থতার তকমা নিজেদের গা থেকে ছেড়ে ফেলতে উঠেপড়ে লেগেছেন লাল-হলুদ কর্তারা। এই বছর বিনিয়োগকারীরা শুরু থেকেই পাশে। তাই ২০২২-২৩ মরশুম শেষ হওয়ার আগে থেকেই তলায় তলায় দল গোছাতে শুরু করে দিয়েছিল লাল-হলুদ বাহিনী। এখন সেই লক্ষ্যে জোরকদমে চলছে তাদের প্রস্তুতি। একের পর এক চমক দেওয়ার অপেক্ষায় লাল-হলুদ।
ইতিমধ্যে কোচ ঠিক করে ফেলেছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-কে ২০১৮-১৯ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে দু’ বছরের চুক্তি করেছে লাল-হলুদ। এ বার কোচের পছন্দ মতোই দল গোছানো শুরু করেছে তারা।
আরও পড়ুন: জুলাইয়ের শুরুতেই মোহনবাগানে আসছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার
এর আগেই নতুন মরশুমের জন্য হায়দরাবাদ এফসি-র ফুটবলার জেভিয়ার সিভেরিয়োর সঙ্গে কথাবার্তা মোটামুটি পাকা বলে জানা গিয়েছিল। এ বার হায়দরাবাদেরই আর এক ফুটবলার বোরহা হেরেরার দিকেও হাত বাড়িয়েছে তারা। এ বার শোনা যাচ্ছে, নন্দকুমার সেকার, এডউইন সিডনি ভ্যান্সপল এবং জেভিয়ার সিভেরিও-কেও সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল।
এ বার স্পোর্টসকিডা দাবি করেছে, ইস্টবঙ্গলের ঘনিষ্ট সূত্র নাকি তাদের জানিয়েছেন, এফসি গোয়ার ডিফেন্ডার ফারেস আর্নাউতকে পেতে আগ্রহ দেখিয়েছে তারা। ২৬ বছরের সিরিয়ার তারকার সঙ্গে নাকি প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও হয়ে গিয়েছে। এফসি গোয়ার সঙ্গে তাঁর চুক্তি এই মে মাসেই শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: হায়দরাবাদ এফসি-র স্প্যানিশ তারকার দিকে হাত বাড়াল ইস্টবেঙ্গল, লড়াইয়ে এফসি গোয়াও
২০২২-২৩ মরশুমে আর্নাউত এফসি গোয়ার হয়ে ২২টি ম্যাচ খেলেছেন। এবং তিনি এফসি গোয়ার ডিফেন্সের মূল শক্তি হয়ে ওঠেন। ডিফেন্সের শক্তি বাড়াতে তাই আল আমনার দেশের আর্নাউতকে সই করাতে মরিয়া হয়েছে লাল-হলুদ। পাশাপাশি চেন্নাইয়িন এফসির তারকা উইঙ্গার আবদেনাসের এল খায়াতিকে সই করতেও আগ্রহী ইস্টবেঙ্গল। তবে তাঁকে সই করানো সহজ হবে না। কারণ তাঁর আর্থিক চাহিদা বিশাল।
৩৪ বছরের এল খায়াতি ইন্ডিয়ান সুপার লিগের ২০২২-২৩ মরশুমে চেন্নাইয়িন এফসি-র হয়ে খেলেছেন। অ্যাটাকিং মিডিও হওয়ার পাশাপাশি বাঁ দিকের উইংয়ে খেলতেও স্বচ্ছন্দ এবং সেন্ট্রাল মিডফ্লিডেও খায়াতি দুরন্ত। ডাচ তারকা চেন্নাইয়িনের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ন’টি। এবং আরও পাঁচটিতে সহায়তা করেছেন। ৩৪ বছরের তারকাকে লাল-হলুদ সই করাতে পারলে, তবে তাদের শক্তি বহুগুণ বাড়বে। তবে খায়াতিকে নিয়ে দড়ি টানাটানি চলছে। দেখার, কোন কোন তারকাকে লাল-হলুদ জালে তুলতে পারে!
For all the latest Sports News Click Here