আমদাবাদের পিচে কি আগুন আছে? নাকি ভূত? পাকিস্তানকে বোর্ডকেই ধুয়ে দিলেন আফ্রিদি
অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। কিন্তু এখন থেকেই বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে আমদাবাদে ভারতের বিরুদ্ধে খেলবে না। আর এখানে প্রশ্ন তুলেছে পাকিস্তানের প্রাক্তন তারকা অধিনায়ক শাহিদ আফ্রিদি।
এই বছরের ওডিআই বিশ্বকাপে আমদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। প্রাথমিক ভাবে যে ক্রীড়াসূচির খসরা পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি জানান আমদাবাদে তারা খেলতে ইচ্ছুক নন। গত মাসে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানান আমদাবাদের নিরাপত্তা জনিত কারণে তারা খেলতে চান না।
তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি মনে করেন আমদাবাদে খেলার ভয় কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে সেখানে ভারতের বিরুদ্ধে খেলা। স্থানীয় এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘ওরা আমদাবাদের পিচে কেন খেলতে চাইছে না? এখানে কি ওরা আগুন ছুড়বে নাকি ভুতুড়ে কিছু আছে? ওখানে গিয়ে খেলা উচিত। এবং জেতা দরকার। একটা অসাধারণ জয়ের সাহায্যে সব চ্যালেঞ্জের জবাব দেওয়া যাবে। এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত পাক দলের। ওই মাঠে যদি ভারত নিজেকে স্বাচ্ছন্দ বোধ করে তাহলে পাকিস্তানেরও খেলা দরকার। মাঠ ভর্তি ভারতীয় সমর্থকদের সামনে জয় ছিনিয়ে নিয়ে দেখিয়ে দিক পাক টিম কি করেছে।’
অন্যদিকে আগস্ট মাসের শেষে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে জল ঘোলা চলেছে। তবে বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সেলের বৈঠকে পাকিস্তানের প্রস্তাব দেওয়া হাইব্রিড মডেল মেনে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কাতে।
এই বছরের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল মোট ১৩টি ম্যাচ খেলবে একে অপরের বিরুদ্ধে। শেষবার এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতে নেয় শ্রীলঙ্কা। অন্যদিকে দীর্ঘদিন আইসিসি ট্রফি থেকে দূরে রয়েছে ভারতীয় দল। বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ এই টুর্নামেন্ট। রোহিত শর্মাদের পারফরম্যান্স বিশ্বকাপের আগে তাদের অগ্নিপরীক্ষা হতে চলেছে।
For all the latest Sports News Click Here