আবেদনই করেননি বোলার, রাজি নন ক্যাপ্টেনও, জোর করে DRS নেওয়ালেন পুরান, ফলটা দেখুন
এভাবে প্রতিপক্ষ দলের হয়ে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানের উইকেট পেয়ে যাবেন, অনুমান করেননি টি নটরাজন। নীতিশ রানা আউট হওয়ার পরে তাই হায়দরাবাদ ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকেও শরীরি ভাষায় স্বীকৃতি দিতে দেখা যায় যে, উইকেটকিপার নিকোলাস পুরানের জন্যই এমন মূল্যবান উইকেট এসে যায় তাঁদের ঝুলিতে।
শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কলকাতা ইনিংসের ১৭.২ ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন নীতিশ রানা। এই উইকেটটির জন্য বোলারের থেকেও বেশি কৃতিত্ব প্রাপ্য কিপার পুরানের।
আসলে নটরাজনের বলে রানা ব্যাট চালালেও বল সোজা উইকেটকিপারের দস্তানায় চলে যায়। বল ধরে একা একাই কট বিহাইন্ড আউটের আবেদন জানাতে থাকেন পুরান। আম্পায়ার নট-আউট বলে রায় দেন। বোলার নটরাজনের মধ্যে কোনও হেলদোল ছিল না। তিনিও কার্যত মাথা নেড়ে জানিয়ে দেন যে, তাঁর ধারণা বল ব্যাটে লাগেনি। একই মনোভাব দেখা যায় ক্যাপ্টেন উইলিয়ামসনের মধ্যেও।
আরও পড়ুন:- SRH vs KKR: রেকর্ড নয়, দুরন্ত ছক্কায় প্রতিপক্ষ দলের ফ্রিজ ভাঙলেন নীতিশ রানা, ভিডিয়ো
তবে পুরান নাছোড়বান্দা ছিলেন। তিনি দাবি করেন যে, কোনও শব্দ শুনতে পেয়েছেন। অগত্যা রিভিউ নিতে বাধ্য হন উইলিয়ামসন। শেষে টেলিভিশন রিপ্লেতে বিষয়টি পরিস্কার হয়। আলট্রা-এজ টেকনলজিতে ধরা পড়ে যে, বল রানার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের দস্তানায় জমা পড়েছে। ফলে ব্যক্তিগত ৫৪ রানের মাথায় মাঠ ছাড়তে হয় রানাকে।
For all the latest Sports News Click Here