আবেগতাড়িত হয়ে মাতৃদিবসে নারী দিবসের শুভেচ্ছা অপরাজিতার, ট্রোল হতে শুধরালেন ভুল
রবিবার, ১৪ মে গোটা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother’s Day)। মাকে নিয়ে এদিন সকলেই যেন একটু বেশি আবেগে ভেসে গিয়েছিলেন। রোজকার দিনের তুলনায় এদিনটা যেন আলাদা ছিল অনেকটাই। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই মায়েদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। যাঁরা মায়েদের হারিয়েছেন তাঁরাও মায়েদের স্মৃতির উদ্দেশে বিশেষ পোস্ট করেন। বাদ যান না শাশুড়ি মায়েরাও। আখেরে তাঁরাও তো মা। ফলে এই রবিবার যেন ‘মা’ময় হয়ে উঠেছিল। আর এমন দিনেই অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aprajita Adhya) তাঁর দুই মা, নিজের মা এবং শাশুড়ির ছবি পোস্ট করেন। কিছুদিন আগেই তিনি মাকে হারিয়েছেন। ফলে এদিন তিনি আরও অনেক বেশি আবেগতাড়িত হয়ে পড়েন।
আর এই আবেগের বশেই একটি চরম ভুল করে ফেলেন অভিনেত্রী। আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা লিখতে গিয়ে লিখে ফেলেন অন্য কিছু। এদিন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমার দুই মা দেবকী এবং যশোদা । দেবকী জন্ম দিয়েছেন এবং যশোদা পালন করেছেন। দেবকীর ধারণা ছিল, আমি যা করি সব সময় ভুল করি। দেবকী মায়ের অনেক অভিযোগ ছিল। তবে আমি ভুল করলেও যশোদা মা বলেন একদম ঠিক করেছি । দেবকী ২৭শে ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেছেন। আন্তর্জাতিক নারীদিবসে আমি দুই মাকে আদরের সহিত সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি।’ সঙ্গে দুই মায়ের ছবি।
আর সোশ্যাল মিডিয়ায় এখন কিছু পোস্ট হতে দেরি হয়, ভাইরাল হতে? কটাক্ষ আসতে? ট্রোল হতে? বিন্দুমাত্র না। কটাক্ষ আসতেই অভিনেত্রী নিজের ভুল শুধরে নেন। নারী দিবসের জায়গায় লেখেন মাতৃ দিবস।
আগামীতে অভিনেত্রীকে চিনি ২ ছবিতে দেখা যাবে। ছোটপর্দার লক্ষ্মী কাকিমা এখন কেবল বড়পর্দাতেই মনোনিবেশ করেছেন।
For all the latest entertainment News Click Here