আবুধাবিতে ঝটিকা সফরে প্রধানমন্ত্রী মোদী, তেরঙা ফুটে উঠল বুর্জ খালিফায়
দু’দিনের ফ্রান্স সফর শেষে ১৫ জুলাই আবুধাবিতে ঝটিকা সফরে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করতে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এদিকে, নরেন্দ্র মোদী আমিরশাহিতে পা রাখছেন, সেই সম্মানে বুর্জ খালিফায় এদিন তেরঙা রঙ দেখা যায়। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং তেরঙায় সেজে উঠেছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিমানবন্দরে স্বাগত জানাতে আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আবুধাবিতে পৌঁছেছিলেন। স্বাগত জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী টুইটার করে লিখেছেন, ‘আজ বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা করার জন্য ক্রাউন প্রিন্স এইচএইচ শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি আমি কৃতজ্ঞ’।
এএনআই-এর তরফে বুর্জ খালিফার ভিডিয়ো শেয়ার করে লেখা, ‘গতকাল দুবাইয়ের বুর্জ খলিফায় ভারতের জাতীয় পতাকার রঙ ফুটে উঠেছে প্রধানমন্ত্রী মোদী দেশে সরকারি সফরের আগে’। নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
এদিকে, মোদীর সম্মানে প্রেসিডেন্ট তথা শাসক মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যে ভোজ সভার আয়োজন করেছিলেন, সেটি ছিল সম্পূর্ণ নিরামিষ। শনিবার আমিরশাহিতে মোদীর এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে বেশ প্রাসঙ্গিক। এদিন মোদীর জন্য আয়োজিত ভোজসভায় প্রতিটি পদের রান্না হয়েছে ভেজিটেবল অয়েল দিয়ে। কোনও ডিম বা দুগ্ধজাত পণ্যের রান্না হয়নি।
প্রসঙ্গত, মোদীর এই বিশেষ সফর নিয়ে বিদেশমন্ত্রক আগেই অবগত করেছিল। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে মোদীর এই আমিরশাহির সফর বেশ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি নরেন্দ্র মোদির পঞ্চম আরব আমিরশাহী সফর।
For all the latest entertainment News Click Here