‘আবার প্রলয়’ বিতর্কে রাহুলকে কটাক্ষ রানার, নাম না করে লিখলেন, ‘জবাব দিতেই হবে’
রাজ চক্রবর্তী বহুদিন পর নতুন কাজ নিয়ে ফিরে এলেন। মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম পরিচালিত সিরিজ ‘আবার প্রলয়’। জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজ। সেই সিরিজের টিজার ভিডিয়ো সদ্যই মুক্তি পেয়েছে। এই সিরিজে ঋত্বিক চক্রবর্তীকে একজন ধর্মগুরুর চরিত্রে দেখা যাবে। আর সেটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
আবার প্রলয় সিরিজে ঋত্বিক চক্রবর্তীর লুকের সঙ্গে অনেকেই মিল পেয়েছেন ‘সেক্রেড গেমস’-এর পঙ্কজ ত্রিপাঠির চরিত্রের। এঁদের মধ্যে অন্যতম হলেন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি শনিবার, ১ জুলাই নাম না করেই কটাক্ষ করেন রাজ চক্রবর্তীকে। এরপরই তাঁকে পাল্টা আক্রমণ শানালেন প্রযোজক রানা সরকার।
‘চিরদিনই তুমি যে আমার’ ছবি খ্যাত অভিনেতা রাহুল তাঁর ফেসবুকের পাতায় এদিন লেখেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে,শুধু তামিল ছেড়ে সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে,এটাই যা।’ অনেকেই তাঁর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন।
এরপরই নাম না করে তাঁর উদ্দেশ্যে কটাক্ষ উড়ে এল রানা সরকারের থেকে। তিনি এদিন লেখেন, ‘পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করা হলো কেন জবাব দাও। গাঁজা খাওয়া নিষিদ্ধ কেন জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নইলে আঁতলামি ছাড়বো না।’
অনেকেই সেখানে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে রাহুলের চরিত্র টেনে এনে মশকরা জুড়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘পাগলের পাগলামি কি আর বন্ধ হবে না?’ আরেকজন লেখেন, ‘রাজ চক্রবর্তী না থাকলে তো ওঁর জন্মই হতো না অভিনেতা হিসেবে।’ এক নেট নাগরিক তাঁরই পোস্টার বক্তব্যে টেনে কটাক্ষ করে লেখেন, ‘ট্রোলস আর ওয়েলকাম বলে কমেন্ট সেকশন অফ, উফফ কী মানুষ!’
অন্যদিকে ঋত্বিক চক্রবর্তী এই সিরিজের টিজার শেয়ার করলে অনেকে তাঁকে জানান তাঁর চরিত্রের সঙ্গে ‘সেক্রেড গেমস’-এর পঙ্কজ ত্রিপাঠির চরিত্রের বেশ মিল আছে। সেখানে অভিনেতা বলেছেন, ‘ভারতীয় গুরুজিদের সবাইকে এমনই দেখতে।’
এই বিষয়ে আরও একটি কথা বলে রাখা ভালো। যে রাহুল রাজের কটাক্ষ করেছেন তিনি কিন্তু এই সিনে জগতে পা রেখেছিলেন পরিচালকের হাত ধরেই। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’। সেই সুপারহিট ছবির মাধ্যমেই ডেবিউ সেরেছিলেন রাহুল।
For all the latest entertainment News Click Here