আবার আউট করল- ওয়ার্নারকে ছোট করতে গিয়ে বিতর্কে স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে কটাক্ষ করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। ক্রিস দ্য সিম্পসনস থেকে একটি ‘চকবোর্ড’ মিম শেয়ার করেছেন তিনি। তবে এরপরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আসলে স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড হলেন একজন ম্যাচ রেফারি, তাঁর এমন কার্যকলাপে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছ। লিডসে ওয়ার্নারের আউটের পরেই নতুন বিতর্কের শুরু হয়েছে। এবারেও অজি ওপেনারকে ফিরিয়েছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। টেস্ট ক্রিকেটে ১৭ বারের মতো ওয়ার্নারকে আউট করেছিলেন স্টুয়ার্ট।
ছেলের এই কৃতিত্বের পরেই নিজেকে ধরে রাখতে পারেননি বোলার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। এরপরেই ওয়ার্নারকে নিয়ে উপহাস করেছিলেন তিনি। আমেরিকার বিখ্যাত সিরিয়াল ক্রিস দ্য সিম্পসনস থেকে একটি ‘চকবোর্ড’ মিম শেয়ার করেছেন তিনি। এই মিমে দেখা যায় ওয়ার্নার বোর্ডে একাধিকবার লিখছেন যে ‘স্টুয়ার্ট ব্রড আমাকে আবার আউট করল।’ এরপরেই ভক্তরা সোশ্যাল মিডিয়াতে লিখতে শুরু করেন যে স্টুয়ার্ট ব্রডের বাবা হিসাবে ক্রিস ব্রড হয়তো এটা করতে পারতেন, তবে তিনি কী করে ভুলে গেলেন যে তিনি একজন আইসিসি-র ম্যাচ রেফারি। এই পদে থেকে যে কখনই এমনটা করা যায় না। এই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান। ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের শিকার হন ডেভিড ওয়ার্নার। স্টুয়ার্ট ব্রডের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ধরেন জ্যাক ক্রাউলি। একই সঙ্গে পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, টেস্ট ম্যাচে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের রেকর্ড খুবই খারাপ। টেস্ট ম্যাচে স্টুয়ার্ট ব্রড ১৭ বার ডেভিড ওয়ার্নারকে নিজের শিকারে পরিণত করেছেন। এছাড়া স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ডেভিড ওয়ার্নারের গড়ও খুবই সাধারণ।
ডেভিড ওয়ার্নার টেস্ট ম্যাচে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ৮০৩ বল খেলেছেন। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এই ৮০৩ বল খেলে ৪২৪ রান করেছেন। স্টুয়ার্ট ব্রডের বলে ১৭ বার আউট হয়েছেন ওয়ার্নার। স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের গড় ২৪.৯৪। লিডস টেস্ট ম্যাচে ১৭ তম বারের মতো ডেভিড ওয়ার্নারকে আউট করেন স্টুয়ার্ট ব্রড। তবে টেস্ট ম্যাচে ডেভিড ওয়ার্নারের পরিসংখ্যান দর্শনীয়। ১০৭ টেস্ট ম্যাচে ৮৩৪৩ রান করেছেন ওয়ার্নার। এছাড়াও ২৫ বার সেঞ্চুরি করেছেন তিনি। একই সঙ্গে টেস্ট ম্যাচে ৩টি ডাবল সেঞ্চুরিও রয়েছে ডেভিড ওয়ার্নারের। তবে এর মাঝে ওয়ার্নারের বাবার পোস্ট নতুন করে বিতর্কর জন্ম দিয়েছে।
লিডস টেস্টের কথা বললে, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল। যার জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৩৭ রানে। এভাবে প্রথম ইনিংসের ভিত্তিতে প্যাট কামিন্সের দল ২৬ রানের লিড পেয়েছে। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক বেন স্টোকস খেলেছেন সর্বোচ্চ ৮০ রানের ইনিংস। অস্ট্রেলিয়ান বোলারদের কথা বলতে গেলে প্যাট কামিন্স সর্বোচ্চ ৬ উইকেট নেন। মিচেক স্টার্ক নিজের নামে ২ উইকেট নিয়েছেন। মিচেল মার্শ এবং টড মার্ফি ১টি করে সাফল্য পেয়েছেন। এদিকে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে। ফলে তৃতীয় দিনের শুরুর আগে পর্যন্ত অস্ট্রেলিয়া ১৪২ রানে এগিয়ে রয়েছে।
For all the latest Sports News Click Here