‘আবার অন্তঃসত্ত্বা! আপনিই তরুণদের উচ্ছন্নে পাঠাচ্ছেন’, ট্রোলের মুখে গ্যাব্রিয়েলা
২০১৮ সাল থেকে একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেন অর্জুন রামপাল ও মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। তারপর থেকে বেশ কয়েকবছর একে অপরের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৯-এ তাঁদের জীবনে এসেছিল প্রথম সন্তান আরিক। এবার ফের মা হতে চলেছেন অর্জুনের বান্ধবী।
চলতি বছরের এপ্রিলে গ্যাব্রিয়েলা একটি মাতৃত্বকালীন শ্যুটের ছবি শেয়ার করে তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। যদিও তাতে কিছুটা ধোঁয়াশা রেখেছিলেন গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। ক্যাপশানে লিখেছিলেন ‘বাস্তব নাকি এআই?’ তবে গ্যাব্রিয়েলার পোস্টে কমেন্টের বন্যা বয়ে যায়। ইন্ডাস্ট্রির সহকর্মীদের উত্তর দিতে গিয়েই ফাঁস হয়েছিল আসল সত্যটা। অর্জুনের বান্ধবী জানান, তিনি সত্যিই দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা।
এদিকে আবার সপ্তাহন্তে ছুটি কাটাতে যাওয়ার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন হবু মা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। আর তাতেই ট্রোলের মুখে পড়েছেন তিনি। সেখানে কেউ তাঁকে প্রশ্ন করেন, ‘কবে বিয়ে করবেন?’ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, ‘আপনি ভারতে থাকেন, তবে এটা কিন্তু আপনার জন্মস্থান নয়। আপনি এদেশের তরুণদের মানসিকতা নষ্ট করছেন, ওরা উচ্ছন্নে যাচ্ছে’। তবে ট্রোলারদের জবাব দিতে ছাড়েননি গ্যাব্রিয়েলা। কড়া জবাবে তিনি লেখেন, ‘হ্যাঁ এখানে মানসিকতা নষ্ট হয়েছে, তবে সেটা সুন্দর আত্মাদের পৃথিবীতে আনার মাধ্যমে নয়। নিচু মনের ধর্মান্ধদের দ্বারা সেটা নষ্ট হয়েছে।’
আরও পড়ুন-‘ক্যাফে, রেস্তোরাঁতে গান গেয়ে কেরিয়ার শুরু, বহুবার অপমানিত হয়েছি’, মুখ খুললেন শানু কন্যা
আরও পড়ুন-চতুর্থবার বাবা হচ্ছেন অর্জুন রামপাল, বেবিবাম্পে হাত রেখে ছবি পোস্ট গ্যাব্রিয়েলার
এর আগে পিঙ্কভিলাকে দেওয়া যৌথ সাক্ষাৎকারে অর্জুন ও গ্যাব্রিয়েলা বলেছিলেন, ‘আমাদের বিয়ে তো হয়েই গিয়েছে. মনের মিল যেখানে রয়েছে, সেখানে আর কী চাই? বৈধতা পাওয়ার জন্য এক টুকরা কাগজের কী প্রয়োজন?’ অর্জুন বলেন আমি এটা বিশ্বাস করি না এবং এমনকি ও করে না। তিনি (গ্যাব্রিয়েলা) এমন একজন যিনি মোটেও বিয়ে করবেনও না। আমরা বিবাহিত দম্পতিদের থেকেও বেশদিন একসঙ্গে থাকতে পারি, এটা আমাদের প্রেমকে আরও বাড়িয়ে তোলে। আমরা একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে নিরাপদ। আমরা সুখী।’
For all the latest entertainment News Click Here