আবারও এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান! ৫০ ওভারের আগে হবে ড্রেস রিহার্সাল
এবারের এশিয়া কাপে একই গ্রুপে থাকছে ভারত এবং পাকিস্তান। এমনই জানালেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (এসিসি) জয় শাহ। তবে কোথায় সেই প্রতিযোগিতা আয়োজিত হবে, সে বিষয়ে কিছু জানাননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব।
বৃহস্পতিবার ২০২৩ সাল এবং ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী, বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ হতে চলেছে। মোট ছ’টি দল থাকছে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান এবং ‘কোয়ালিফায়ার ১’। দ্বিতীয় গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। অর্থাৎ গতবারের এশিয়া কাপে দু’বার মুখোমখি হওয়ার পর এবারও কমপক্ষে দু’বার ভারত এবং পাকিস্তানের লড়াই হতে পারে।
তবে কোথায় এবারের এশিয়া কাপ আয়োজিত হবে, তা জানানো হয়নি। এমনিতে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও মাসকয়েক আগে শাহ জানিয়েছিলেন যে নিরপেক্ষ জায়গায় সেই প্রতিযোগিতা হবে। তা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি ভারতীয় বোর্ড।
আরও পড়ুন: Asia Cup 2023: ২০২৩ এশিয়া কাপ পাকিস্তান থেকে সরলে খেলবেন না বাবররা, এমনই দাবি PCB প্রধানের
এশিয়ার ক্রিকেটের ক্যালেন্ডার
১) পুরুষদের চ্যালেঞ্জার কাপ (৫০ ওভার): ফেব্রুয়ারিতে হবে। দুটি গ্রুপ আছে। একটি গ্রুপে আছে বাহারিন, সৌদি আরব, ভুটান, চিন ও ‘টিম ৯’। অপর গ্রুপে আছে মায়ানমার, মলদ্বীপ, থাইল্যান্ড, ইরান ‘টিম ১০’।
২) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (পুরুষ): আগামী ডিসেম্বরে হবে। দুটি গ্রুপ আছে। প্রথম গ্রুপে আছে – ভারত, পাকিস্তান, কোয়ালিফায়ার ১ এবং কোয়ালিফায়ার ২। দ্বিতীয় গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং কোয়ালিফায়ার ৩।
For all the latest Sports News Click Here