আফগান ম্যাচে কি খেলবেন ফিঞ্চ? নিজেই এই রহস্য থেকে পর্দা তুললেন অজি অধিনায়ক
শুভব্রত মুখার্জি: শুক্রবার সুপার-১২’র গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে এই ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। তার উপর নিজেদের দেশে বিশ্বকাপ হওয়ার ফলে রয়েছে আলাদা চাপ। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই চোটের কারণে অজিরা তাদের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পাবে না। এই বিষয়টি কার্যত নিশ্চিত করে দিয়েছেন স্বয়ং অ্যারন ফিঞ্চ।
বৃহস্পতিবার ফিঞ্চ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। আর এই চোটের কারণে ফিঞ্চকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া । টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, ফিঞ্চ না খেললে তাঁর বদলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করবেন ক্যামেরুন গ্রিন। অ্যাডিলেড ওভালেই খেলা হবে এই আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি।
আরও পড়ুন… IND vs BAN: ‘হারের জন্য ফেক ফিল্ডিং বা ভিজে মাঠের অজুহাত দিয়ে লাভ নেই’, বাংলাদেশ কেন হেরেছে, যুক্তি দিলেন হর্ষ ভোগলে
অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, তাঁর ফিটনেস নিয়ে একটুও সন্দেহ থাকলে তিনি এই ম্যাচে খেলবেন না। ফিঞ্চ বলেছেন, ‘আশাবাদী রয়েছি খেলার বিষয়ে। আজকে আমি ভালভাবে অনুশীলন করব। নিজেকে কঠিনভাবে পরীক্ষা করব। আমার মনে হচ্ছে এই ম্যাচটা খেলার আমার ৭০-৩০ সম্ভাবনা রয়েছে। তবে নিজেকে পরীক্ষা করে সম্পূর্ণ নিশ্চিত হব যে আমি দলের কোন ক্ষতি করছি না তো। যদি এই বিষয়ে নিশ্চিত হই, তবেই আমি খেলব। কারণ যেটা সবথেকে খারাপ হতে পারে, তা হল চোট নিয়ে খেললে অনেক সময় দলকে কার্যত একজনকে কম নিয়ে খেলতে হবে। আমি সেটা হতে দিতে পারি না।’
আরও পড়ুন… শনিবারেই বার্সার জার্সিতে খেলবেন শেষ ম্যাচ! অবসরের ঘোষণা করলেন মেসির বন্ধু পিকে
প্রসঙ্গত অ্যরন ফিঞ্চ একা নন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সহজেই জয় পেয়েছিল অজিরা। সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে আবার চোট পেয়েছিলেন মারকুটে ব্যাটার টিম ডেভিডও। ফিঞ্চ জানিয়েছেন, আপাতত টিম ডেভিডের অবস্থা অনেকটাই তাঁর মতোই। তিনি বলেন, ‘আমরা দুজনেই এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আমরা দুজনেই খেলব কিনা? বা একজন খেলব কিনা, বা কেউ আদৌ খেলব কিনা সেটা অনুশীলনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার কাছে রয়েছে পাঁচ পয়েন্ট। পাশাপাশি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ও পয়েন্ট রয়েছে পাঁচ করে। তবে নেট রানরেটে তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। ফলে অস্ট্রেলিয়াকে, আফগানদের হারাতেই হবে। আর সেটা না হলে অপেক্ষা করে থাকতে হবে, যাতে করে নিউজিল্যান্ড বা ইংল্যান্ড খুব বাজেভাবে হারে তার জন্য। শুক্রবার এই গ্রুপ থেকে নিউজিল্যান্ড মুখোমুখি হবে আয়ারল্যান্ড। আর শনিবার মুখোমুখি হবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা।
For all the latest Sports News Click Here